মুক্তিযুদ্ধ তো হয়েছে..! কিন্তু দেশ স্বাধীন না হয়ে হয়েছে অরক্ষিত পরাধীন। পাকিস্তানিদেন নেতৃত্বের পরিবর্তে ভারতের কর্তিত্ব...!
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ২৬ মার্চ, ২০১৬, ০৭:২৪:২০ সন্ধ্যা
মুক্তিযুদ্ধ দেখেছি বয়স তখন সাতের কোটায়। আমাদের বাড়িতে সাফতায় একদিন খানা খেতে আসতেন মুক্তিযোদ্ধারা বড় ভাইয়ের সাথে।আমাদের প্রতি নির্দেশ ছিল তাড়াতাড়ি যেন ঘুমিয়ে যাই এবং ঘর থেকে যেন কেউ বের না হই।
এই নির্দেশ পাওয়ার পরকি আর ঘুম আসে..? চুপে চুপে দেখতাম কতলোক আসতেন এবং কারা আসতেন। আমাদের কাছারি ঘরেই তাদের থাকা খাওয়ার ব্যবস্থা ছিল।
যে দিন দেশ স্বাধীন হলো সেদিন সকলের সাথে আমিও রাস্থায় গিয়ে দাড়ালাম। আমাকে একজন মুক্তিযোদ্ধা একটি টাকা দিয়েছিল সে টাকার তখন অনেক মুল্যই ছিল।
দেশ স্বাধীন হওয়ার পরেই প্রথম স্কুলে ভর্তি হই। বংলাদেশ স্বাধীন হলো আমাদের পতাকার পরিবর্তন হলো সবকিছুই পরির্তন হয়েগেল কিযে আনন্দ আর আনন্দ।
আমরা কি আজো স্বাধীন হয়েছি..? মুক্তিযুদ্ধ কারা করেছিল দেশের মানুষ দেখেছে ভারত মুক্তিযুদ্ধের শেষের দিকে এসে আমাদের নিচ্ছিত বিজয় দেখে তারা আমাদের অর্জিত বিজয়কে চুরি করেছে ।
মুক্তিযোদ্ধার সর্বাধীনায়ক জেনারেল ওসমানীকে বন্চিত করে ভারতের জেনারেল অরোরাকেই কৃতিত্বের অংসিদার বানিয়ে ছিল। আজো ভারত আর তাদের দালালরা মিলে আমাদেরকে একের পর এক ইসু দিয়ে পিছনের দিকেই নিয়ে যাচ্ছে।
মুক্তিযুদ্ধের অর্জিত স্বাধীনতার সুফল আমরা আজো ভোগ করতে পারিনী। এখন আট কোটি ডলাররেও বেশী চুরি হয়ে গেল। এতো টাকা চুরি নয়, এ যেন দেশের সার্বভৌমত্বই চুরি হয়ে যাওয়ার অবস্থা!
মাওলানা নিজামীর ফাঁসি রায়কে তড়ি ঘড়ি করে সামনে নিয়ে আসা হলো। জোহা গুম আর আজকের তনু হত্যাকান্ড নিয়ে দেশকে ইচ্ছকৃত উত্তাল হতে দেয়ার মাধ্যমে চাপা পড়ে যাচ্ছে বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় এই চুরির ঘটনা!
ঘটনা কী এখানেই শেষ? না, তা অবশ্যই নয়। আরও আছে। এবারে আসছে রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে মহাযজ্ঞ। দীর্ঘ আঠাশটি বৎসর যে রীট পড়ে আছে আদালতের চৌকাঠে, তা আজ টেনে বের করে আনা হয়েছে। কারণ এটাই সবচেয়ে বড় অনূকুল সময়
ভাইয়া বলেছেন মুক্তিযুদ্ধা হয়েও দেশের জন্য কিছুই করতে পারলামনা। কারন এদেশের সবচেয়ে বেশী ক্ষতি করেছে আওয়ামীলীগের লোকেরা এবং আমাদের প্রতিবেশী ভারত।
বিষয়: বিবিধ
১৩৩৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন