১৮০টি ভাষায় কোরআনুল কারিম অনুবাদ করে বিতরণ করবে তুরস্ক সরকারের পক্ষ থেকে। এটা খুবই সমউপযোগী..!

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ১৫ মার্চ, ২০১৬, ০৩:০৬:২৩ দুপুর

১৮০টি ভাষায় কোরআনুল কারিম অনুবাদ করে বিতরণ করবে তুরস্ক সরকারের পক্ষ থেকে। এটা খুবই সমউপযোগী আমরা দোয়া করি এ কাজটি যেন সঠিক ভাবে করেন।

এবার বিশ্বের প্রচলিত ১৮০টি ভাষায় পবিত্র কোরআনুল কারিম অনুবাদ করার সিদ্ধান্ত নিলো তুরস্ক। তুরস্কের ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা মাজহার বিলগেইন সরকারের পক্ষ থেকে এ ঘোষণা করেছেন। খবর অন ইসলামের।

কোরআন অনুবাদের ঘোষণা প্রদানকালে তিনি বলেন, পৃথিবীতে সম্পূর্ণরূপে প্রায় ১৮০টি ভাষা প্রচলিত আছে। তুরস্কের ধর্ম মন্ত্রণালয় এ সব ভাষায় কোরআন অনুবাদ, প্রিন্ট এবং বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তবে কবে নাগাদ এ প্রকল্প শেষ হবে তা জানাননি তিনি। শুধু অদূর ভবিষ্যতে এই লক্ষ্য অর্জনের আশা প্রকাশ করার কথা বলেছেন।

এ পদক্ষেপের মাধ্যমে বিশ্বের অনেক মানুষ পবিত্র কোরআনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন বলে তুরস্ক সরকার মনে করছে।

মাজহার বিলগেইন জানান, বর্তমানে তুরস্ক ইংরেজি, ফরাসি, রাশিয়ান, স্প্যানিশ, কির্গিজ, বুলগেরিয়ান, কাজাখ, বসনিয় ভাষায় ভাষায় কোরআন অনুবাদ, ছাপা ও বিতরণ করছে।

বিষয়: বিবিধ

১৩৪৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362547
১৫ মার্চ ২০১৬ বিকাল ০৫:৪৭
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুহৃদ ভাইয়া। খুবিই গুরুত্বপূর্ণ একটি মহতী উদ্যোগ মাশাআল্লাহ।

লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
১৫ মার্চ ২০১৬ বিকাল ০৫:৫১
300464
কুয়েত থেকে লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোন সুন্দর মন্তব্যটির জন্য অসংখ্য ধন্যবাদ
362568
১৫ মার্চ ২০১৬ রাত ০৮:২৯
শেখের পোলা লিখেছেন : শুধু অনুবাদ নয় সংক্ষিপ্ত তাফসীর (তাজাক্কুর) সাথে হলেই তা বোঝা সহজ হবে৷
১৬ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:০৮
300534
কুয়েত থেকে লিখেছেন : হাঁ অনুবাদের সাথে সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ হলে ভালো যাতে মানুষ বুঝতে পারে।দেখাযাক ওরা কত টুকু সফল হতে পারেন।ধন্যবাদ আপনাকে
362616
১৬ মার্চ ২০১৬ সকাল ১১:১৪
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম আল্লাহপাক সকলের সকল ভালো কাজের উদ্দেশ্যকে সফলতা দিন , আমিন
১৬ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:০৯
300535
কুয়েত থেকে লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম আল্লাহ সকলের নেক মাকসুদ পূর্ণ করুন। আপনাকে ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File