যে ব্যক্তি রাসূল(সাঃ)এর অনুসরণ করবে, সেই জান্নাতে যাবে। আর যে রাসূল (সাঃ)এর অনুসরণ করবে না সে জাহান্নামেই যাবে।
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ০৪ ফেব্রুয়ারি, ২০১৬, ০৫:৫৪:৪৪ বিকাল
নবীজির অনুসরণ মানেই আল কুরআন এবং নবীজির সুন্নাহর অনুসরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণকারী গণ জান্নাতেই যাবে
যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করবে, সে জান্নাতে যাবে। পক্ষান্তরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করবে না সে জাহান্নামেই যাবে।
সুতরাং, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করা দ্বারাই জান্নাতে প্রবেশ করা নিহিত। প্রমাণ-
عَنْ أَبِي هُرَيْرَةَ رضى الله عنه أَنَّ رَسُولَ اللهُ صلى الله عليه وسلم قَالَ: «كُلُّ أُمَّتِي يَدْخُلُونَ الْجَنَّةَ إِلَّا مَنْ أَبَى قَالُوا يَا رَسُولَ اللهُ وَمَنْ يَأْبَى قَالَ مَنْ أَطَاعَنِي دَخَلَ الْجَنَّةَ وَمَنْ عَصَانِي فَقَدْ أَبَى »
আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে তবে ঐ সমস্ত লোক ব্যতীত যারা অস্বীকার করে।
সাহাবাগণ জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল! কে অস্বীকার করে? তিনি বললেন, যে ব্যক্তি আমার অনুসরণ করে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার নাফরমানী করে সে অস্বীকার করে।বুখারী মুসলিম,
আল্লাহ পাক আমাদেরকে নবীজির তরিকা তথা কুরান সুন্নাহর আলোকে নিজেদের জীবন পরিচালনার তাওফিক দান করুন । আমিন" আসুন আমরা কুরআন সুন্নাহর আলোকে নিজেদেরকে পরিচালনা করি।
বিষয়: বিবিধ
১৪৮১ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
امين يارب
আল্লাহ পাক আমাদেরকে নবীজির তরিকা তথা কুরান সুন্নাহর আলোকে নিজেদের জীবন পরিচালনার তাওফিক দান করুন । আমিন
জাজাকাল্লাহ খায়ের ।
মন্তব্য করতে লগইন করুন