দেশ যদি মহিলারা শাসন করতে পারে, কেন পারবেনা বিশ্ব মহিলা ইজতেমা..? নাটোরে মহিলা বিশ্ব ইজতেমা শুরু।

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ২৫ জানুয়ারি, ২০১৬, ০৮:১৭:৫৬ রাত

নাটোরে মহিলা বিশ্ব ইজতেমা শুরু। বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা ২৪ জানুয়ারি ২০১৬,রবিবার,

নাটোরের বড়াইগ্রামে ৩ দিনব্যাপী মহিলা বিশ্ব ইজতেমার ১০ম আসর রোববার সকালে শুরু হয়েছে।

মৌখাড়া ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ব্যতিক্রমী এ ইজতেমায় হাজার হাজার ধর্মপ্রাণ নারীর ঢল নেমেছে। ইজতেমায় আগতদের নিরাপত্তায় গোয়েন্দা ও মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে।

.

আজ সকাল সাড়ে ৯টায় আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়। প্রথম দিনের মূল আকর্ষণ ছিল কুষ্টিয়া থেকে আসা আট বছর বয়সী কিশোরী বক্তা জান্নাতুল ফেরদৌসীর বক্তব্য।

মূল আলোচক হিসাবে পাবনার মাওলানা দেলোয়ার হোসেন ফারুকী ও পাবনা ধর্মগ্রামের রহিমা বেগম বয়ান করেন। সঞ্চালনার দায়িত্বপালন করেন অধ্যাপক সোহরাব হোসেন।

রাষ্ট্রীয়, পারিবারিক ও ব্যক্তি জীবনে নারীদের পবিত্র কোরআনের আলোকে জীবন গঠণের আহ্বান জানান বক্তারা।

.

ইজতেমায় বক্তারা আরো বলেন, সমৃদ্ধ দেশ গড়া ও সুশাসন কায়েমের জন্য সৎ ও চরিত্রবান মানুষ প্রয়োজন। সচ্চরিত্রবান মানুষ হওয়ার জন্য কোরআন-হাদীসের চর্চা ও অনুসরণ করতে হবে।

দেশ, জাতি ও মানুষের প্রয়োজনেই ধর্মীয় জ্ঞানার্জনের পাশাপাশি দৈনন্দিন জীবনে তার সঠিক প্রয়োগ করতে হবে।

.

আগামী মঙ্গলবার বিকালে আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে। সমাপনী দিনে নাটোরসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় অর্ধ লক্ষাধিক নারীর সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।

ইজতেমার মূল আয়োজক আলহাজ শের আলী শেখ জানান, গ্রামীণ মহিলাদেরকে ধর্মীয় শিক্ষা দেয়ার জন্য আয়োজিত ইজতেমায় আগত মহিলাদের জন্য যথাযথ নিরাপত্তার সাথে বিনা খরচে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি চিকিৎসা সেবার জন্য স্থাপন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প।

বড়াইগ্রাম থানার ওসি ইব্রাহিম হোসেন বলেন, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ব্যতিক্রমী এ ইজতেমায় আইন-শৃঙ্খলা রক্ষায় সব রকমের সহযোগিতা করা হচ্ছে।

মহিলাদের সার্বিক নিরাপত্তা দেয়ার জন্য পর্যাপ্ত সংখ্যক মহিলা ও পুরুষ পুলিশ মোতায়েন করা হয়েছে।

সুত্রঃ http://m.dailynayadiganta.com/detail/news/88007

লীগের শাসন দীর্ঘ করতে এর চেয়ে আর ভালো কর্মপন্থা আর কি হতে পারে..? সহযোগীতাতো রাষ্টিয় ভাবেই হতে হবে।

বিষয়: বিবিধ

১১৯৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357678
২৫ জানুয়ারি ২০১৬ রাত ১১:০২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মহিলাদের জন্য এই ধরনের অনুষ্ঠান এর আয়োজন করা উচিত।
২৬ জানুয়ারি ২০১৬ বিকাল ০৪:১৪
296808
কুয়েত থেকে লিখেছেন : হাঁ মহিলাদের জন্য এই ধরনের অনুষ্ঠান করা উচিত। কিন্তু পরিচালক কে হবেন..? ধন্যবাদ আপনাকে
357698
২৬ জানুয়ারি ২০১৬ সকাল ০৫:৩২
শেখের পোলা লিখেছেন : বাকী থাকল জানাজা আর দাফন,ওটা কবে থেকে শুরু হবে জানিনা৷
২৬ জানুয়ারি ২০১৬ বিকাল ০৪:১৫
296809
কুয়েত থেকে লিখেছেন : আরো অনেক কিছু দেখার বাঁকি আছে তার পরেই হবে। ধন্যবাদ আপনাকে
357739
২৬ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৩২
ইয়াফি লিখেছেন : এটা তাবলীগ জামায়াতের অংশ কিনা? তাবলীগ জামায়াতেরও মহিলা জামায়াত আছে বলে জেনেছি যারা চিল্লায় দূর-দূরান্তে যায়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File