হে প্রভূ দয়াময়..! আমাদের প্রিয় জন্ম ভূমিকে তুমি রক্ষা কর, দেশ গজবের উপযুক্ত, এমন কোন অপকর্ম নেই যা এই জাতীর লোকেরা করেনি।
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ০৫ জানুয়ারি, ২০১৬, ০৪:৫৬:০৮ বিকাল
আল্লাহ তায়ালা আমাদেরকে বহু সম্পদ দিয়েছেন এবং অনেক নেয়ামত আমাদেকে দিয়েছেন। কিন্তু আমরা আল্লাহর নেয়ামতের যথাযত শোকর আদায় না করে আমরা একের পর এক অপরাধ করেই যাচ্ছি।
যার ফল আমাদেরকে তথা এই জাতীকে কঠিন ভাবে ভোগ করতেই হবে। আল্লাহর গজব যখন আসে মন্দের সাথে ভালো মানুষরাও ক্ষতি গ্রস্থ হয়ে যায়। ভূমিকম্প ও আল্লাহর গজবের একটি অংশ।
এবং কিছুটা কিয়ামতের আলামত: ভূমিকম্প বৃদ্ধি পাবে নবী সাললাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ
لَا تَقُوْم السَّاعَةُ حَتَّى َتَكْثُرَ الزَّلَازِلُ বেশী বেশী ভূমিকম্প না হওয়া পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবেনা। হযরত ইবনে হাজার আসকালানী (রঃ) বলেনঃ উত্তর, পূর্ব ও পশ্চিমাঞ্চলের অনেক দেশেই বহু ভূমিকম্পের আবির্ভাব হয়েছে।
বর্তমানে আমরা প্রায়ই পত্র-পত্রিকা ও প্রচার মাধ্যমে বিভিন্ন দেশে ভূমিকম্পের খবর শুনতে পাই। হতে পারে এগুলোই কিয়ামতের আলামত হিসেবে প্রকাশিত হয়েছে।
যদি তা না হয়ে থাকে তাহলে আমরা বলবোঃ এসব ভূমিকম্প কিয়ামতের আলামত হিসেবে প্রকাশিতব্য ভূমিকম্পের প্রাথমিক পর্যায় স্বরূপ।
২০০৫ ইং সালে শ্রীলংকা, ইন্দোনেশীয়া, থাইল্যান্ড ও ভারতসহ দক্ষিণ-পূর্ব এশীয়ার কয়েকটি দেশে হয়ে যাওয়া সুনামীর ঘটনা,বিগত বছর আর কাল হয়ে যাওয়া ভূমিকম্পের ঘটনা কিয়ামত নিকটবর্তী হওয়ার একটি সুস্পষ্ট আলামত।বুখারী, অধ্যায়ঃ কিতাবুল ফিতান।
এত আলামতের পরও আমরা পরিবর্তন হই না।মৃত্যু যখন সামনে এসে দাড়ায়,তখন আল্লাহ্ কে ডাকতে শুরু করি।আর আতঙ্ক কেটে গেলেই সব ভুলে যাই। ভুলে যাওয়ার সময় শেষ।
হাতে আছে খুব সংর্কীণ সময়।সময় থাকতে বন্ধ চোখটাকে খুলুন। হে জাতির যুবক তরুণ এবং শিক্ষিত সচেতন জনগণ এসো আল কুরআনের কাছে
কুরআনই এক মাত্র রক্ষাকবচ।
কুরআন আমাদের হাতছানি দিয়ে ডাকছে।আল্লাহ্ আমাদের তৌফিক দান করুক।আমিন।
বিষয়: বিবিধ
১৫৭৬ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সবকিছুকে পটিলিসাইজড করাই আপনাদের জন্য কাল হয়েছে
০ আপনারাও কি সেটাকে সমর্থন করেন ? আর ভারতকে যদি এতই অপছন্দ করে পাকিস্তান তাহলে কেন তাদের বাহিনীর কাছে আত্মসমর্পন করলো ?
জাজাকাল্লাহ খায়ের ।
মন্তব্য করতে লগইন করুন