সত্য আর মিথ্যা আমাদের জান্তেই হবে তাই আসুন আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে বিচার করি প্রকৃত সত্য কোনটি..??
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ২৬ নভেম্বর, ২০১৫, ০২:২৫:৫৯ দুপুর
আমরা এমন এক জাতি যাহা মাথায় আসে তাহা করেই ছাড়ি তা না করা পর্যন্ত আমাদের সস্তি হয়না। আমরা আবেগ প্রবন হুজুগে অনেক কিছু করি বা বলি বাস্তবতা কি তা জানার চেষ্টাও করিনা।
১৯৭৫ সালে যেই দিন শেখ মুজিব নিহত হন সেই দিন কে সেনাবাহিনীর প্রধান ছিল ? জেনারেল শফি উল্যাহ, সেই শফি উল্যাহকে মুজিব কণ্যা মাননিয় প্রধান মন্ত্রী এমপি বানিয়েছেন।
.
১৯৭৫ সালে যেই দিন শেখ মুজিব নিহত হন সেই দিন কে বিমানবাহিনীর প্রধান ছিল? সাবেক আওয়ামী মন্ত্রী একে এ খন্দকার. যাকে গত সরকারের সময় মুজিব কণ্যা মন্ত্রী বানিয়েছেন।
.
১৯৭৫ সালে যেই দিন শেখ মুজিব নিহত হন সেই দিন কে রক্ষী বহিনীর প্রধান ছিল ? বর্তমান মন্ত্রী তোফায়েল আহমেদ যাকে বর্তমানে মুজিব কণ্যা মন্ত্রী বানিয়েছেন।
.
১৯৭৫ সালে যেই দিন শেখ মুজিব নিহত হওয়ার পর মোশতাককে কে শপথ পড়িয়েছিলেন ? এইচ টি ইমাম যিনি আজ মুজিব কণ্যার উপদেষ্টা।
.
১৯৭৫ সালে মুজিব হত্যার পরে ট্যাংকের উপরে উঠে নেচে ছিল কে ?হাসানুল হক ইনু যাকে শেখ হাসিনা তথ্য মন্ত্রি বানিয়েছেন।
.
শেক মুজিবের পিঠের চামড়া দিয়ে ডুগ ডুগি বানাতে চেয়েছিল কে ? মতিয়া চোধুরী যিনি এখন কৃষি মন্ত্রী তাকে মন্ত্রি বানিয়েছেন শেখ হাসিনা।
.
সেইদিন এই কাপুরুষগুলো সাহায্য করেনি। শেখ মুজিব হত্যাকারী মোশতাককে সমর্থন দিয়েছিল অথচ আজ তারা সকলেই আওয়ামীগের প্রভাবশালী নেতা এবং মুজিব কণ্যার ঘনিষ্ঠ লোক।
.
যুদ্ধাপরাধীদের সাথে নিয়ে আন্দোলন, স্বৈরাচার নিয়ে নির্বাচন আর পিতার হত্যাকারী নিয়ে সরকার গঠন। সাথে থাকলে দেশ প্রেমিক, ছেড়ে চলে গেলে দেশদ্রোহী। এভাবে আর চলবে কতদিন?
.
তাই আসুন আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে বিচার করি প্রকৃত অপরাধী কে? এটাই কি আমাদের প্রকৃত ইতিহাস নয়? ওরা কি মানবতা বিরুধী নয়? তাহলে বিচার হচ্ছে কার?
বিষয়: বিবিধ
১৪১৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন