পাষন্ড নরহত্যার রাজত্ব যদি আমার মনুষত্ব্যের বিবেককে আঘাত না করে থাকে তাহলে আমি আর পশুর মধ্যে পার্থক্য কি?

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ২৫ নভেম্বর, ২০১৫, ০৩:১৯:৫৯ দুপুর

অন্যায়ের বিরোধিতা করতে হলে আপনাকে আমাকে দলীয় রাজনৈতিক পরিচয়ের উর্দে উঠে ন্যায়ের পক্ষে কথা বলতেই হবে। এটাই মানুষত্বের দ্বাবী, নৈতিকতা এবং ঈমানের ও দ্বাবী।

আপনাকে আমাকে জামায়াত বা বি,এন,পি হতে হবে না, মানুষ হলেই চলবে। একজন মানুষের বিবেক আছে, জ্ঞান আছে যা তাকে পশু থেকে আলাদা করে।

নিরপরাধ মানুষকে হত্যা করার বিরোধিতা করা মনুষত্বের বিবেকের দাবী। আওয়ামীলীগের পাষন্ড নরহত্যার রাজত্ব যদি আপনার মনুষত্ব্যের বিবেককে আঘাত, না করে থাকে, তাহলে আমি আপনি আর পশুর মধ্যে পার্থক্য কি?

যে দুজন মানুষকে খুন করা হয়েছে তাদের বিরুদ্ধে একজন সাক্ষী-ও বলতে পারেননি তিনি নিজে চোখে তাদের অপরাধ দেখেছেন, সবাই বলেছে অমুক তমুকের কাছে শুনেছে।

যদি সেই শুনে থাকার দলিলের উপর ভিত্তি করে মানুষকে ফাঁসি দেয়া হয়, তাহলে শুনে রাখুন, আমরা ও শুনেছি শেখ হাসিনা যুবতী থাকা কালে এমন অপকর্ম করেছেন যে তাকে বেবিচারীনি বললে ও ভুল হয় না ।

আমার ফাঁসি চাই বইটিতে মতিউর রহমান রেন্টুর লেখা পড়েছি তার নষ্ট জীবনের কথা। যদি শুনে থাকাকে দলিল হিসেবে গ্রহণ করে থাকেন, তাহলে জেনে রাখুন এই শুনে থাকা দলিলের উপর ভিত্তি করেই শেখ হাসিনাকে কি উপাধি দেয়া যায়..?

এবং এক সময় শেখ হাসিনাকে সহ আওয়ামী সকল নেতাদেরকে ফাসির দড়িতে ঝুলতে হবে। ফাঁসির দড়ি, মঞ্চ সব একই থাকবে শুধু মানুষ পরিবর্তন হবে।

বাংলাদেশে এই প্রতিশোধের রাজনীতি চালু করে গেলো আওয়ামীলীগ, আর তার পরিনতি ভোগ করতে হবে তাদেরকেই। আমি এটা আস্তার সাথে বলতে পারি, এই প্রজন্মের জীবনকালেই সেটা দেখতে পাবো ইনশা'আল্লাহ।

আফসোস মানুষ ক্ষমতার অন্ধ দাপটে ইতিহাসকেই তুচ্ছ করে। সেই দিনের অপেক্ষায় রইলাম যেদিন শেখ হাসিনাসহ সকল অবৈধ অপরাধীর ফাঁসি দেখবো ইনশা'আল্লাহ। একজন বিবেকবান মানুষের এটাই চাওয়া থাকবে।

বিষয়: বিবিধ

১২৭২ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351431
২৫ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৪৬
হতভাগা লিখেছেন : বাইরে থেকে কাব যাব না করে দেশে এসে এসব কথা বলেন তো দেখি

সাকা-মুজাহিদদের ফাঁসি দেওয়া হয়েছে তার কারণও বলা আছে




আর হাসু বুর নামে এসব উল্টা-সিধা বলে আপনি/আপনারা কি ব্লগটাকে ব্যান করাতে চান ?

২৫ নভেম্বর ২০১৫ রাত ০৮:৩৫
291806
শেখের পোলা লিখেছেন : জনাব অবশ্যই দেশে অবস্থান করছেন, আপনার বিবেক কি বলে একটু পরিষ্কার করলে ভাল হয়৷ আপনিই প্রতিবাদ করে প্রবাসীদের মাথাটা নীচু করে দিতে পারেন৷
351442
২৫ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:২৯
কুয়েত থেকে লিখেছেন : একজন সাক্ষী ও বলতে পারেননি তিনি নিজে চোখে তাদের অপরাধ দেখেছেন, সবাই বলেছে অমুক তমুকের কাছে শুনেছে। আপনিও দেখেননি শুনেছেন রাসুল(সঃ)বলেছেন একজন মানুষকে মিথ্যাবাদি হৗয়ার জন্য এটাই যতেষ্ট যে শুনা কথা বিশ্বাস করে। আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন। প্রতি হিংশার রাজনীতি দেশকে আজ কোথায় নিয়ে যাচ্ছে শেখ হাসিনার কেউ দেশে নেই আর আমরা আছি প্রবাশে পেটের দায়ে। যারা দালালীকরে দেশও জনগনের সম্পদ লুঠে খাচ্ছে যারা অন্যায় দেখেও দেখেনা তাদেরকে অন্যকিছু বলাযায় কিন্তু মানুষ বলা যায়না। আপনাকে ধন্যবাদ
351469
২৫ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৩০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৫ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৯
291778
কুয়েত থেকে লিখেছেন : ভালো লাগার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
351470
২৫ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৩১
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ পিলাচ
২৫ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০০
291779
কুয়েত থেকে লিখেছেন : আপনাকেও অসংখ্য বার ধন্যবাদ ভালো থাকুন
351501
২৫ নভেম্বর ২০১৫ রাত ০৮:৩৭
শেখের পোলা লিখেছেন : আমিও শুনেছি জাতির পিতার আসল নাম দেবদাস চক্রবর্তী৷ তিনি মুসলমানের পিতা হন কি করে?
২৫ নভেম্বর ২০১৫ রাত ১১:০৪
291837
কুয়েত থেকে লিখেছেন : আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরাতো অনুমানের ভিত্তিতে কথা বলতে পারিনা। বাংলাদেশ আমাদের প্রানের চেয়েও প্রিয় আমরা চাই দেশ গড়তে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File