বাংলাদেশ সরকার, বাংলাদেশের সু' নাম বিশ্ববাসির কাছে ছড়াতে না পালেও মিথ্যাবাদি হিসাবে দূরনাম ছড়াতে ভূল করেনি। জাতী এই কলংক কবে শোধকরবে..?
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ২৩ নভেম্বর, ২০১৫, ০৬:৪৪:২৯ সন্ধ্যা
প্রবাশীদের জন্য নিজেদের প্রিয় বাংলাদেশ অনেক বেশী প্রিয় যারা স্বদেশে আছে তাদের চেয়েও। দেশের সু'নাম সুনলে নিজেদের মন্টা ভরে যায় আনন্দে, কিন্তু কোন বদসংবাদ সুনলেই মন্টাই খারাপ হয়ে যায়।
বাংলাদেশ সরকার বাংলাদেশের সু নাম বিশ্ববাসির কাছে ছড়াতে না পালেও মিথ্যাবাদি হিসাবে দূরনাম ছড়াতে ভূল করেনি। জাতী এই কলংক কবে শোধ করবে.? দুজন জাতিয় নেতাকে ফাঁসীতে জুলিয়ে হত্য করলো। তাদেরকে কলংকিত করতে গিয়ে নিজেরাই কলংকিত হয়েগেল।
এখন সুনা যাচ্ছে স্বাক্ষর জাল করে ক্ষমা প্রার্থনার ভূয়া ডকুমেন্ট সংগ্রহের পায়তারা চলছে। মার্সি পিটিশন এর ভূয়া খবর ছড়িয়ে বিপাকে অবৈধ সরকার। দেশীয় ও আন্তর্জাতিক মিডিয়ার কাছে আজ দারুনভাবে প্রশ্নবিদ্ধ হয়ে দায়সারা জবাব দেয়ার চেষ্টা করেছে।
তারা এখন ইনিয়ে বিনিয়ে বারবার বলার চেষ্টা করেছে এটি নাকি সিক্রেট ব্যাপার। এরপর উভয় পরিবারের পক্ষ থেকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়ার পর টনক নড়েছে অবৈধ সরকারের।
আর তাই বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে যে, প্রাণ ভিক্ষা নাটকের চুড়ান্ত এবং বিশ্বাসযোগ্য রূপ দিতে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাহ উদ্দিন কাদের চৌধুরীর স্বাক্ষর-টিপসই খুঁজছে সরকার।
ইতোমধ্যে আইন মন্ত্রনালয়ে একজন সিনিয়র কর্মকর্তাকে মুজাহিদের স্বাক্ষর-টিপসই সংগ্রহের দায়িত্ব দেয়া হয়েছে। যিনি আগে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের কর্মরত ছিলেন।
আলী আহসান মুহাম্মদ মুজাহিদ যেহেতু প্রাক্তন সমাজকল্যাণমন্ত্রী সেহেতু মন্ত্রনালয়ের নথি থেকে স্বাক্ষর-টিপসই পাওয়া যাবে।
তেমনি ভাবে প্রধানমন্ত্রীর দপ্তরে খোঁজা হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরীর স্বাক্ষরকৃত নথিপত্র। যিনি ইতোপূর্বে প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অবৈধ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক প্রাণভিক্ষার নথি সাংবিধানিক বিষয় এটি দেখানো যাবেনা বললেও বিশ্বস্ত সূত্রের খবর হল মুজাহিদ ও সালাহ উদ্দিন কাদের চৌধুরীর স্বাক্ষর-টিপসই পেলে তা সংযোজন করে মিডিয়ার সামনে কথি প্রাণভিক্ষার কপিটি প্রকাশ করা হবে এবং তা ফলাও করে তাদের নিজেদের মিডিয়ায় প্রচারও করা হবে।
আওয়ামী মিথ্যাবাদি হায়েনাদের গোয়েবলসীয় মিথ্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মুলত: কোন মুসলমানই মিথ্যা বাদি হতেই পারেনা। আসুন সচেতন হই মিথ্যাচারীদের বর্জন করি।
বিষয়: বিবিধ
১৩৪৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মার্সিপিটশন বের করুক বা নাই করুক - এসবে কি আসবে যাবে ? বিএনপি-জামায়াতের গ্রহনযোগ্যতা এখন তলানীতে ।
মন্তব্য করতে লগইন করুন