সত্যকে জানা এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করা প্রতিটি মানুষেরই উচিৎ।

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ০৯ নভেম্বর, ২০১৫, ০৪:১১:৫১ বিকাল

মানুষের মৌলিক অধিকারসমূহের মধ্যে অন্যতম অধিকার হচ্ছে সত্যকে জানা ও সে অনুযায়ী জীবন পরিচালনা করা। কিন্তু জালেম ও স্বৈর শাসকেরা সব সময় জাতিকে এ মহা সত্যকে জানা ও সে অনুযায়ী জীবন গড়ার ক্ষেত্রে মারাত্বক প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে।

সত্য পথে যাতে কেউ না আসতে পারে সে জন্য তারা কঠিন আইন করেছে এবং তা সত্যপন্থিদের ওপর নির্দয়ভাবে প্রয়োগ করতে কোন রকম দিধাবোধ করেনি।

তাদের লক্ষ্য শুধু অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করা। বিশ্বের এক নাম্বার সন্ত্রাসী ও স্বৈরশাসক ছিলো ফেরাউন। মুছা আ: এর সাথে ইসলামী আন্দোলনে যাতে কেউ যোগদান না করে সে জন্য সে ইতিহাসের জঘন্যতম আইন পাশ করলো।

যারা আল্লাহর প্রতি ঈমান আনবে ও মুছা আ:এর সাথে ইসলামী আন্দোলনে যোগদান করবে তাদেরকে বিপরিত দিক হতে হাত-পা কেটে শূলে দিয়ে মৃত্যুদন্ড কার্যকর করা হবে।

আন্দোলনের কর্মীরা বলেছিলেন,“আমরা (সত্যের ওপর) তোমাকে প্রাধান্য দেবো, এটা কখনো হতে পারে না৷ তুমি যা কিছু করতে চাও করো৷ তুমি বড় জোর এ দুনিয়ার জীবনের ফায়সালা করতে পারো।

তবে জেনে রেখো যে ব্যক্তি অপরাধী হয়ে নিজের রবের সামনে হাযির হবে তার জন্য আছে জাহান্নাম, যার মধ্যে সে না জীবিত থাকবে, না মরবে৷ আর যারা তার সামনে মু’মিন হিসেবে সৎকাজ করে হাযির হবে তাদের জন্য রয়েছে সুমহান মর্যাদা।

চির স্থায়ী জান্নাত, যার নীচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত থাকবে। এবং সেখানে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে। শেষ পর্যন্ত সত্যপন্থীদের প্রবল প্রতিরোধের মুখে আল্লাহ তায়ালা সত্যের পতাকা সমুন্নত করেছেন।

কাজেই জালেমের ক্ষমতার মসনদ যতই সুদৃঢ় হোক জুলুম যত কঠিন ই হোক তার ধ্বংস অনিবার্য। ভাল মন্দ বুজার জ্ঞান আল্লাহ পাক সকল মানুষকেই দিয়েছেন। কিন্তু দুনিয়াবি সার্থের পিচনে যারা গোরে তারা বুঝেও বুঝেনা।

বিষয়: বিবিধ

১২৩৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

349075
০৯ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:০৬
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভাল লাগল ভাই, ধন্যবাদ রইলো।
০৯ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:২৯
289723
কুয়েত থেকে লিখেছেন : ভালো লগিার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
349088
০৯ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩২
শেখের পোলা লিখেছেন : স্বার্থান্ধ মানুষ নিজের সাময়ীক সুখটাই নিয়ে সন্তুষ্ট৷ এরা অন্তরে বাইরে অন্ধ৷
০৯ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৩
289734
কুয়েত থেকে লিখেছেন : দোয়া করুন আল্লাহ যেন সকলকে সঠিক জ্ঞান দান করেন। আপনাকে ধন্যবাদ
349262
১০ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৫৯
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সত্যকে অতিতেও অনেক জালিমশাহী চাপা দিয়ে রাখতে চেষ্টা করেছে । কিন্তু সফল হয়নি । হয়তো সত্য আসতে বিলম্বিত হয়েছে এই যা ।
১০ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:৩৬
289877
কুয়েত থেকে লিখেছেন : আপনার মন্তব্য সটিক ঈমানদারদের আরো সচেতন হওয়া উচিৎ। ভাল থাকুন আপনাকে অনেক অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File