দেখে আসলাম প্রিয় বাংলাদেশ তথা ডিজিটাল বাংলার ক্ষতবিক্ষত চিত্র। এই দেশ কবে উন্নত হবে..??
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ০৭ নভেম্বর, ২০১৫, ০৫:০৩:১৪ বিকাল
প্রিয় আমার জন্মভুমি, আমার প্রিয় বাংলাদেশ। আল্লাহর অপুরন্ত নেয়ামতে ভরপুর এইদেশ, আল্লাহ যেন তার নিজ হাতেই সাজিয়েছেন রুপশী এই বাংলাকে। পৃথিবীর বহুদেশ দেখেছি, আমার প্রিয় বাংলাদেশের মত এত সুন্দর দেশ কোথাও দেখিনি।
একমাস ১৭দিন দেশে ছুটি খাটিয়ে আসলাম, যা দেখলাম রাস্থা ঘাটের যে ক্ষতবিক্ষত অবস্থা তার উপর এরই নাম ডিজিটাল বাংলাদেশ। উন্নত বিশ্ব যারা দেখেনি তারা বলেন দেশ আগের চেয়ে অনেক উন্নত হয়েছে।
হাঁ কিছুতো হয়েছে, কিন্তু ৩৪ বৎসর প্রবাশ জীবন কাটানোর পরও দেশে একেবারে চলেযেতে পাছিনা। প্রতি বছর ৩/৪ বার যেতেই হয় প্রিয় দেশে প্রিয় আপনজনের কাছে। যারা আমাদের নিকটে মালইশিয়া অতবা অন্যকোন দেশ দেখেছেন তারাই বুঝবেন উন্নতদেশ কাকে বলে।
তাহলে আমাদের দেশের মানুষ কি খারাপ না আমাদের দেশের ৯৮% মানুষ ভাল, খারাপ শুধু ২% লোক। এই ২% খারাপ তথা অসৎ লোক আমাদের সকল সমশ্যার মূল এরাই দেশের নেতৃত্ব দিচ্ছে। হে আল্লাহ এই জাতি কবে মুক্তিপাবে এই ২% অসৎ লোকের নেতৃত্ব থেকে...?
বিষয়: বিবিধ
১৩৭৩ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাযাকাল্লাহ খায়রান
উন্নত দেশ দেখার সেীভাগ্য হয়েছে সিঙ্গাপুর। তার অপরপিঠ টাও দেখেছি। আমাদের একমাত্র দুর্বলতা একতা।
নিয়ে আসে দামি পোশাক, মদ এসব। 'উন্নত' জিনিষগুলো ওরা একবারও সাথে আনেন না।
মন্তব্য করতে লগইন করুন