বুড়িগঙ্গার তীরে ঢাকা, ঢাকা মসজিদের শহর বুড়িগঙ্গার তীরের ২২টি মসজিদ ভাঙ্গাতো দূরের কথা একটি মসজিদ ভাঙ্গার আগেই সরকার ভেঙ্গে যাবে..!
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ১৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৩৯:০১ দুপুর
আমার প্রিয় বাংলাদেশের রাজধানী ঐতিয্যবাহি ঢাকা মসজিদের শহর এই শহরে আরো হাজারো মসজিদ হবে। আমদের প্রিয় বাংলাদেশের ঐতিয্যবাহি এই ঢাকা শহরের একটি মসজিদ ভাঙ্গার অধীকার কারো নেই কারন মসজিদ আল্লাহর ঘর।
সুনলাম আজ ঢাকার বুড়িগঙ্গার তীরে ২২টি মসজিদ ভাঙ্গার উদ্ধেগ নিয়েছেন সরকারের নৌ-মন্ত্রনালয়।
যে ২২টি মসজিদ ভেঙ্গে ফেলার উদ্যোগ নিয়েছে নৌ-
মন্ত্রনালয়, তার মধ্যে একটা মসজিদের নাম, শ্যাম বাজার জামে মসজিদ।
মসজিদটি ৩লা এবং প্রায় দেড় হাজার লোক এক সাথে নামাজ পড়তে পারে। ঘাটের ব্যবসায়ী ও আগতদের নামাজ পরার সুবিধার্থে প্রায় ৪৫-৫০ বছর পূর্বেই মসজিদটি নির্মাণ করা হয়।
১৯৭৫ সালে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাৎসরিক ৫০ টাকা ধার্য করে মসজিদটিকে সরকারিভাবে অনুমতি দেয়। কিন্তু আজ হঠাৎ করেই সরকার ও মিডিয়াগুলো প্রচার করেই যাচ্ছে যে মসজিদটি নাকি অবৈধ।
এখন প্রশ্ন হচ্ছে সরকার কি বৈধ..? এই অবৈধ সরকার মসজিদে হাত দেওয়ার আগে চিন্তা করা উচিৎ নিজেদের বৈধতা আছে কিনা। কোন ব্যক্তিকে আঘাত করা, কোন ব্যক্তিকে গুম করা, কোন ব্যক্তিকে ফাঁসি দেওয়া, কোন ব্যক্তিকে জেলে দেওয়া, আর মসজিদের গায়ে হাত দেওয়া এক কথা নয়।
সরকার নাকি সিদ্ধান্ত নিয়েছে আগামী ১ মাসের মধ্যেই ভেঙ্গে ফেলা হবে মসজিদটি । সত্যিই কি আশ্চর্যজনক..! আসলে ভাবতে খুবই কষ্ট হচ্ছে যে মসজিদ নিয়ে এতো মাথা ব্যাথা কেন শুরু হলো..?
আজ নদীর তীরবর্তী ২২টি মসজিদ ভাঙ্গার একটা ইস্যু থ্রো করলো, কাল বলবে শহরের মধ্যে আরো অনেকটি মসজিদই অবৈধ স্থাপনা শুতারাং ভাঙ্গতে হবে।
মসজিদ হচ্ছে আল্লাহ্'র ঘর আর এই মসজিদই যদি অবৈধ স্থাপনা হয়ে থাকে তাহলে দুনিয়াতে বৈধ স্থাপনা কোনটা বলতে পারবেন??? তিব্র নিন্দা
জানাচ্ছি সরকারের এই বর্বোচিত, নিন্দনীয় সিদ্ধান্তের।
প্রিয় ব্লগার ভাইয়েরা আসুন..! আমরা সচেতন হই এবং আল্লাহর ঘর মসজিদ রক্ষায় সক্রীয় ভূমিকা পালন করি আল্লাহ আমাদেরকে তাওফিক দিন।
বিষয়: বিবিধ
১৪১১ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সেক্ষেত্রে কতৃপক্ষ (সরকার বলিনি - কারন সরকার নেই দেশে) মসজিদ না ভেঙ্গে সম্ভাব্য দুষ্কৃতিকারীদের ধরা উচিৎ।
মন্তব্য করতে লগইন করুন