বুড়িগঙ্গার তীরে ঢাকা, ঢাকা মসজিদের শহর বুড়িগঙ্গার তীরের ২২টি মসজিদ ভাঙ্গাতো দূরের কথা একটি মসজিদ ভাঙ্গার আগেই সরকার ভেঙ্গে যাবে..!

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ১৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৩৯:০১ দুপুর

আমার প্রিয় বাংলাদেশের রাজধানী ঐতিয্যবাহি ঢাকা মসজিদের শহর এই শহরে আরো হাজারো মসজিদ হবে। আমদের প্রিয় বাংলাদেশের ঐতিয্যবাহি এই ঢাকা শহরের একটি মসজিদ ভাঙ্গার অধীকার কারো নেই কারন মসজিদ আল্লাহর ঘর।

সুনলাম আজ ঢাকার বুড়িগঙ্গার তীরে ২২টি মসজিদ ভাঙ্গার উদ্ধেগ নিয়েছেন সরকারের নৌ-মন্ত্রনালয়।

যে ২২টি মসজিদ ভেঙ্গে ফেলার উদ্যোগ নিয়েছে নৌ-

মন্ত্রনালয়, তার মধ্যে একটা মসজিদের নাম, শ্যাম বাজার জামে মসজিদ।

মসজিদটি ৩লা এবং প্রায় দেড় হাজার লোক এক সাথে নামাজ পড়তে পারে। ঘাটের ব্যবসায়ী ও আগতদের নামাজ পরার সুবিধার্থে প্রায় ৪৫-৫০ বছর পূর্বেই মসজিদটি নির্মাণ করা হয়।

১৯৭৫ সালে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাৎসরিক ৫০ টাকা ধার্য করে মসজিদটিকে সরকারিভাবে অনুমতি দেয়। কিন্তু আজ হঠাৎ করেই সরকার ও মিডিয়াগুলো প্রচার করেই যাচ্ছে যে মসজিদটি নাকি অবৈধ।

এখন প্রশ্ন হচ্ছে সরকার কি বৈধ..? এই অবৈধ সরকার মসজিদে হাত দেওয়ার আগে চিন্তা করা উচিৎ নিজেদের বৈধতা আছে কিনা। কোন ব্যক্তিকে আঘাত করা, কোন ব্যক্তিকে গুম করা, কোন ব্যক্তিকে ফাঁসি দেওয়া, কোন ব্যক্তিকে জেলে দেওয়া, আর মসজিদের গায়ে হাত দেওয়া এক কথা নয়।

সরকার নাকি সিদ্ধান্ত নিয়েছে আগামী ১ মাসের মধ্যেই ভেঙ্গে ফেলা হবে মসজিদটি । সত্যিই কি আশ্চর্যজনক..! আসলে ভাবতে খুবই কষ্ট হচ্ছে যে মসজিদ নিয়ে এতো মাথা ব্যাথা কেন শুরু হলো..?

আজ নদীর তীরবর্তী ২২টি মসজিদ ভাঙ্গার একটা ইস্যু থ্রো করলো, কাল বলবে শহরের মধ্যে আরো অনেকটি মসজিদই অবৈধ স্থাপনা শুতারাং ভাঙ্গতে হবে।

মসজিদ হচ্ছে আল্লাহ্'র ঘর আর এই মসজিদই যদি অবৈধ স্থাপনা হয়ে থাকে তাহলে দুনিয়াতে বৈধ স্থাপনা কোনটা বলতে পারবেন??? তিব্র নিন্দা

জানাচ্ছি সরকারের এই বর্বোচিত, নিন্দনীয় সিদ্ধান্তের।

প্রিয় ব্লগার ভাইয়েরা আসুন..! আমরা সচেতন হই এবং আল্লাহর ঘর মসজিদ রক্ষায় সক্রীয় ভূমিকা পালন করি আল্লাহ আমাদেরকে তাওফিক দিন।

বিষয়: বিবিধ

১৪১১ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

341867
১৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৪৭
মুসলমান লিখেছেন : যে দেশে ৪৮ জন ডিসি হিন্দু, বেশিরভাগ থানার ওসি হিন্দু। সেখানে আর কি আশা করা যায়?
১৬ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:০৯
283427
কুয়েত থেকে লিখেছেন : দেশটাতো ভাই ৯০% মুসলমানের তাহলেকি হিন্দুরাই যা খুশী তাই করবে..? না ভাই হিন্দুদের কি দোষ! দোষতো হিন্দু মার্কা মুসলমানদের। আপনাকে ধন্যবাদ
341870
১৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৫৫
রক্তলাল লিখেছেন : তবে এটাও খেয়াল রাখতে মসজিদের নাম ব্যাবহার করে কেউ যেন জায়গা দখলের চেষ্টা না করে।

সেক্ষেত্রে কতৃপক্ষ (সরকার বলিনি - কারন সরকার নেই দেশে) মসজিদ না ভেঙ্গে সম্ভাব্য দুষ্কৃতিকারীদের ধরা উচিৎ।
১৬ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:১৬
283431
কুয়েত থেকে লিখেছেন : যাকিছু হচ্ছে সরকারের চত্রছায়ায় হচ্ছে। প্রশাসন টিক থাকলে অপরাধ হতেই পারেনা। দূষ্কৃতিকারীরা প্রশাসরনর নাগালের বাইরে নয়। আপনাকে ধন্যবাদ
341877
১৫ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:০৭
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৬ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:১৭
283432
কুয়েত থেকে লিখেছেন : ভালো লাগার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
341889
১৫ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মসজিদ ছাড়্ও আরো অবৈধ স্থাপনা আছে। সেগুলি বাদ দিয়া মসজিদের পিছনে লাগা কেন???
১৬ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:২৩
283433
কুয়েত থেকে লিখেছেন : হারামীরা জানে পরিস্থিতী ঘোলাটে করে কি ভাবে ফায়েদা হাসিল করা যায়। ওরা ইসলামের কাটি প্রেমিক। আপনাকে ধন্যবাদ
341903
১৫ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২৬
শেখের পোলা লিখেছেন : আমরা প্রাক পাকিস্তান আমলে ফিরে চলেছি বন্ধুগন৷ ধীরে৷৷যারা দেশ স্বাধীনের বিপক্ষে ছিল এগুলো তাদের স্বপ্ন নয় বাস্তব ছিল৷ সময় আসবে যেদিন রাজাকারদের সম্বর্ধনা দেওয়া হবে কিন্তু কেউ থাকবে না৷
১৬ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:২২
283457
কুয়েত থেকে লিখেছেন : ভাই আমাদের এখন সামনের দিকেই চলা উচিৎ। পাকিস্তানের খারাব লোখের সংখ্য অধিক ছিল বলেই আমরা সুফল ভোগকরতে পারিনি। আপনাকে ধন্যবাদ
১৬ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৪
283468
শেখের পোলা লিখেছেন : ওরা খারাপ ছিল আর আমরা আল্লাহর সাথে বেইমানী করেছি৷আল্লাহ দ্বীন কায়েমে দৃষ্টান্ত রাখার জন্য দেশ দিয়েছিলেন৷ আমরা সে ভূমী প্রভুদের ফেরত দিয়েছি৷
341916
১৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:০৪
মাজহারুল ইসলাম লিখেছেন : মানলাম মসজিদ অবৈধ স্থাপনা তাই ভাঙ্গা হবে কিন্তু এই কুত্তার বাচ্চারা যে অবৈধ ভাবে ক্ষমতা দখল করে আছে তাদের কে কি করা উচিত?
১৬ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৩৭
283458
কুয়েত থেকে লিখেছেন : তাদেরকে নানার বাড়ি আর দাদাদের আশ্রয়ে পাঠানো যেতে পারে। আপনাকে ধন্যবাদ
১৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:৪৮
283577
মাজহারুল ইসলাম লিখেছেন : কুত্তার লেজ কোন দিন সোজা হয় না এরা নানার বাড়ি আর দাদার আশ্রমে গেলে একই থাকবে এদেরকে চিরতরে মায়ের ভোগে পাঠাতে হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File