অবৈইধ সরকারের কাছে বৈধ কিছুই কি আশা করা যায়..?

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ৩০ ডিসেম্বর, ২০১৪, ১১:২৮:৪৭ রাত

রাষ্ট্রপক্ষের সাক্ষ্যপ্রমাণ ডাস্টবিনে ছুড়ে দিলে সুবিচার হতো

জামায়াত নেতা আজহারুল ইসলামের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন। রায়ে আমরা সন্তুষ্ট নই। রাজনৈতিক আবেগতাড়িত হয়ে বিচার করার কোনো সুযোগ আদালতের নেই।

ট্রাইব্যুনালের রায় সঠিক হয়নি। তিনি বলেন, আশা করি আপিল বিভাগে আজহার ন্যায়বিচার পেয়ে খালাস পাবেন।

এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত সাক্ষ্য প্রমাণগুলোর ভিত্তিতে একজন মানুষের মৃত্যুদণ্ড হওয়া দূরের কথা, রাষ্ট্রপক্ষকে জরিমানা করলে ভালো হতো’ বলেও মন্তব্য করেন এ টি এম আজহারুল ইসলামের এই আইনজীবী।

মঙ্গলবার জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে ফাঁসির আদেশের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট তাজুল বলেন, রাষ্ট্রপক্ষ যে সব সাক্ষ্যপ্রমাণ আদালতে উপস্থাপন করেছেন, তা গ্রহণ না করে ডাস্টবিনে ছুড়ে ফেলে দিলে সুবিচার হতো।

তিনি আরো বলেন ট্রাইব্যুনালের রায় সঠিক হয়নি। যে তিনজন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে এটিএম আজহারলি ইসলামের ফাঁসি হয়েছে, তার একজন সাক্ষী দেড় কিলোমিটার, আরেকজন দুই কিলোমিটার এবং অপরজন তিন কিলোমিটার দূর থেকে এটিএম আজহারুল ইসলামকে দেখেছেন।

এসব তথ্যের ভিত্তিতে তাহাকে মৃত্যুদণ্ড দেয়া যায় না। তবে, আদালতের কাজ আদালত করেছে। আমরা ন্যায় বিচারের জন্য উচ্চ আদালতে যাব।

মঙ্গলবার মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছেন ট্রাইব্যুনাল।

চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। অবৈইধ সরকারের কাছে বৈধ কিছুই কি আশা করা যায়..? এই বিচারপতিদের বিচারও একদিন এই জাতি করবেই ইনশাআল্লাহ..!

বিষয়: বিবিধ

১০০৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298201
৩১ ডিসেম্বর ২০১৪ রাত ০১:৪৮
সুশীল লিখেছেন : মাইনাস
৩১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৮
241499
কুয়েত থেকে লিখেছেন : ভাই বামরা কোনদিনও পিলাচ ছিলনা।অন্যের ঘাডে চড়েই দিনাতিপাত করে।ধন্যবাদ
298206
৩১ ডিসেম্বর ২০১৪ রাত ০১:৫৩
দুষ্টু পোলা লিখেছেন : না
৩১ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:০৫
241500
কুয়েত থেকে লিখেছেন : ভাল মন্দ্ব দুষ্টু পোলারাও বুঝে, কিন্তু ক্রীম খাওয়ার লোভে হাঁ বলতেই পারেনা।ধন্যবাদ
298239
৩১ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:২৪
হতভাগা লিখেছেন : হাসিনা জামায়াতকে কেচকি দিয়া ধরছে । সব রাজাকারের একই রায় হবে ।

জাশির ডায়রিয়া চলছে , চলবে .......
৩১ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:১২
241502
কুয়েত থেকে লিখেছেন : রাজাতো আমাদেরই দুঃখজনক হলেও সত্যযে অন্যের গোলাম রাজা ছাড়া স্বাধীন রাজাই পাইনি। এই জাতির কপালে আরো কতযে দালাল গোলাম রাজা জোঠবে তা আল্লাহই ভাল জানেন।ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File