এখন বিসমিল্লাহ বলে অনুষ্ঠান শুরুর দরকার নেই, শাহরিয়ার কবির। তাঁর চেহেরাটাই শয়তানের আক্রিতি...!
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ১০ আগস্ট, ২০১৪, ০৯:৪৯:৪৯ রাত
এই শাহরিয়ার কবির তাঁর সারাটা জীবনই দালালী করেই কাটালেন তার নিজের অর্জনটাই হল চাটুকা গিরি আর ক্রীম খাওয়ার দান্দা ছাড়া জাতিকে তিনি কিছুই দিতে পারেনি।
এবার তিনি বিসমিল্লাহর বিরুদ্ধে লেগেছেন। তিনি (শয়তান) বলেন, অনুষ্ঠানের শুরুতে বিসমিল্লাহ আর বক্তব্যের শেষে আল্লাহ হাফেজ বলার সমালোচনা করে শাহরিয়ার কবির বলেন, এখন বিসমিল্লাহ বলে অনুষ্ঠান শুরুর দরকার নেই।
এখানেও তিনি টিক তাকতে পারেননি,বিসমিল্লাহ শব্দের বিরোধিতা আমি করছি না। উর্দু আর ফারসীর মিশেলে খোদা হাফেজ সংস্করণে আল্লাহ হাফেজ শব্দটা জিয়াউর রহমানের আমল থেকে শুরু হয়েছে। জিয়াউর রহমানের ভূত, পাকিস্তানের ভূত আমাদের ঘাড়ে চেপে বসে আছি।
পাকিস্তানী ধ্যান ধারণা আমাদের মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের মনোজগতে সাম্প্রদায়িকতা ঢুকে গেছে।
আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, জামায়াতকে তারা ফুলের মালা দিয়ে দলে ঢুকাচ্ছেন, আর আমাদের জাতীয় বীরদের মুল্যায়ন করছেন না। শর্ষীনার পীরকে স্বাধীনতার পদক দেয়া হয়েছে।
আমাদের জাতীয় বীরদের স্বাধীনতা পদক দেয়া হয়নি। বঙ্গবন্ধু ও তাদের সহযোগিরা যারা সশস্ত্রভাবে সংগ্রাম করেছে, কেন তাদেরকে আমরা জাতীয় বীরের মর্যাদা দিব না? শয়তানিটা যে পাকিদের দালালী করেছে মুক্তিযোদ্ধ চলাকালে সেটাও সে ভূলেগেছে। হায়রে শয়তানের দালাল...!
বিষয়: বিবিধ
১৩৩৬ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মুখে অনেক কিছু বলা যায় , তবে যুদ্ধে জয়লাভ করতে হলে মাঠে নামতে হয় । সেটা জিয়ারা করেছিলেন । শাহরিয়ারদের বুকের পাটা এতটা শক্ত না ।
তবে.... খুব রিসেন্টলি সরকার মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা বের করার জন্য কোন একজনকে প্রধান করে কমিটি গঠন করেছে ।
মনে হচ্ছে সম্মুখ সমরে যুদ্ধ করেও হয়ত মুক্তিযোদ্ধার সংজ্ঞায় নাও পড়তে পারে।
মন্তব্য করতে লগইন করুন