আমাদের নেতারা ঘুমায় কি করে? তাদেরকি জবাব দিতে হবেনা..?

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ২৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:০২:১৯ দুপুর

আমাদের নেতাদের চরিত্র ফুলের মত পবিত্র, কর্মীরা তো শ্লোগানে শ্লোগানে মূখের ফেণা বের করে গলা পাঠিয়ে বলে থাকেন অমুক ভাইয়ের চরিত্র ফূলের মত পবিত্র, নেতার চরিত্র কেমন তা সবার সামনেই দিনের আলোর মতই স্পষ্ট।

তার পরও কেই কিছুই বলেননা চোখ লজ্জার কারনে। নেতারতো লজ্জাভোধ থাকতে নেই। লজ্জাভোধ থাকলে আমাদের সমাজে নেতা হওয়া যায়না। সবার সামনেই নেতা বুক ফুলিয়ে চলে, সে যত অপকর্মেরই হোতা হউকনা কেন সে।

অবৈধ টাকার বিনিময়ে কর্মীবাহীনিতো তার আছেই। যা দিয়ে নেতা যেকোন কাজ সমাধা করতে পারেন। জনগণের তথা জনসাধারণের করার কিছুই নেই। নেতার কাছে যেন সকলেই অসহায়!

নেতার ধারণা সে পরে আল্লাহর কাছে মাফ ছেয়ে নিবে, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিবেন। আমাদের বাংলাদেশে একটা কথা বহুল প্রচলিত আছে যে আল্লাহ সব মাফ করে দিবেন। সেই আসায় কিছু বেকুব পাপের বোঝা বাড়িয়েই চলেছে।

অনেকে আবার অবৈধ টাকাকে হালাল আর পাপ মোচনের জন্য হজ্বকে উপায় হিসেবেই বেছে নিয়েছে। অথচ আল্লাহ হলেন সকল বিচারকের বিচারক।আহকামুল হাকিমিন।

“হক্কুল্লাহ” আর “হক্কুল ইবাদ” একটা আল্লাহর হক আর একটা হল আল্লাহর গোলামের তথা আল্লাহর বান্দার হক। আল্লাহর হক (নামাজ, রোজা, হজব,যাকাত) আদায় না করলেও রহমানের রাহিম আল্লাহ চাইলে সব কিছু মাফ করে দিতে পারেন।

কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবেননা। আমি যদি কারও টাকা চুরি করে থাকি, কারও মনে দুঃখ দিয়ে থাকি, কাউকে অন্যায়ভাবে হত্যা করি,কারও নামে অপবাদ দেই, ঘুষ নিয়ে কাজ করি ইত্যাদি কাজের জন্য আমাকে কাল কেয়ামতের দিন সেই ব্যাক্তির কাছে মাফ নিতেই হবে।

সেদিন বিনিময়ের জন্য টাকা নয় থাকতে হবে আমল। ব্যাক্তির হক বিনষ্টের জন্য আমার আমল (পরিমান মত)তাকে দিয়ে দেওয়া হবে। এ প্রসঙ্গে একজন সাহাবী প্রশ্ন করায় রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন—আর যদি কারও কোন আমল না থাকে তবে যার হক সে নষ্ট করেছে তার খারাপ গুলো (পরিমান মতো) তাকে দিয়ে দেওয়া হবে।

আমি জানিনা আমাদের নেতারা কিভাবে রাতে ঘুমান। তাদেরকে কি আল্লাহর কাছে জবাব দিহি করতে হবেনা? তারা যে ভাবে নির্বিচারে হত্যা, অত্যাচার, দুর্নীতি, সম্পদ এবং সম্মান লুট, দেশের সম্পদ কুক্ষিগত করার পর আমাদের নেতারা কাল কেয়ামতের দিন কি নিয়ে আল্লাহর সামনে দাড়াবেন!

নেতা হওয়ার জবাবদিহিতা এবং দায়িত্ববোধের সিকি পরিমান ও যদি এদের থাকত তবে ১৬ কোটি মানুষের জীবন নিয়ে এভাবে এরা খেলতে পারতনা। জনগনের নির্লিপ্ততা এবং মুনাফেকির কারনেই জালিমরা আমাদের নেতা সেজে বসে আছে। আল্লাহ আমাদের কে ও ক্ষমা করুর।

বিষয়: বিবিধ

১৪১৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

181149
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২০
রাইয়ান লিখেছেন : আমাদের মহামান্য নেতারা নিরংকুশ (!) সমর্থন পেয়ে নির্বাচিত , তাদের আবার কারো কাছে জবাবদিহির কিছু আছে নাকি ! ক্ষমতা এমনই জিনিস , যা মহা পরাক্রমশালী ক্ষমতাবান সর্বময় আল্লাহর নাম ও পরিচয়কেও ভুলিয়ে দেয় ........... তাতে নেতাদের আর দোষ কি !
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩৬
134667
কুয়েত থেকে লিখেছেন : আপনার কথাই টিক!তবে প্রত্যকেই নিজের কর্মের জন্য জবাবদিহী করতেই হবে। আপনাকে ধন্যবাদ
181150
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২১
বাংলার দামাল সন্তান লিখেছেন : রাইয়ান ভাইয়ের সাথে একমত
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩৩
134666
কুয়েত থেকে লিখেছেন : আমিও একমত বাংলার দামাল সন্তান..! আপনাকে ধন্যবাদ
181173
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:২২
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : তারা কি তাদের বিবেকের কাঠগড়ায় দাঁড়ায় না? নাকি তাদের বিবেক বোথা হয়ে গেছে? আল্লাহ এদেশের সবার মাঝে দেশপ্রেম সৃষ্টি করে দিন....
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩৯
134668
কুয়েত থেকে লিখেছেন : আমিন ছুম্মা আমিন!আসলে তাদের বিবেক বোথাই হয়ে গেছে। আপনাকে ধন্যবাদ
181188
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫২
সজল আহমেদ লিখেছেন : বঙ্গীয় রাজনীতি আর ভাল্লাগেনা ভাই।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪৩
134669
কুয়েত থেকে লিখেছেন : ভাই কিছুই করার নেই। যতদিন আমরা নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তণ করতে না পারবো ততদিন নাপাক নেতাদের গোলাম হয়েই থাকতে হবে। আল্লাহ আমাদের রক্ষা করুন আমিন।আপনাকে দন্যবাদ
181308
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
প্যারিস থেকে আমি লিখেছেন :
এই দেশেরই নেতাগো চেহারা এমন
যে পাত্রে রাখা হয় ভাই তাহারই ধরন।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪৮
134675
কুয়েত থেকে লিখেছেন : আমাদের কর্মেরই ফসল এই ওয়ালী মার্কা নেতারা!যাদের কু-কর্মেরই ফসল আমরা আজো প্রবাশে মানবেতর জীবণ জাপন করেই চলেছি।আপনাকে দন্যবাদ
181310
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমাদের দেশের নেতাদের জবাবদিহির ভয় নেই
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৫২
134676
কুয়েত থেকে লিখেছেন : আপনাকে ধন্যবাদ। জবাবদিহির ভয় নায় বলেই
তো তারা তালকে তিল বানাচ্ছে।
181453
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩০
বিন হারুন লিখেছেন : এসব নেতাদের যদি দ্বীনের জ্ঞান খাকতো তাহলে কি দেশ এমন হত? অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য. Rose
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৫৪
134677
কুয়েত থেকে লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনি টিকই বলেছেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File