বিদ্রোহী ছিলাম না

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ২৪ জানুয়ারি, ২০১৪, ০৮:৫৩:৪৭ রাত

আমি বিদ্রোহী ছিলাম না,

পরিস্থিতি অদ্য বাধ্য করেছে।

কলম থেকে বের হচ্ছে অগ্নিলাভা

আর জবান থেকে কঠোর হুঁশিয়ারী,

সাবধান! দাঙ্গা ফ্যাসাদকারী,

বাঁচতে হলে যা এদেশ ছাড়ি।

আমি সিংহের চেয়েও ভয়ংকর

গর্জনে বিশ্ব কাঁপে,

আগ্রাসী শক্তি দমনে

অগ্রসর ধাপে ধাপে।

আমি নিরস্ত্র নিরীহ মজলুম,

রাজপথে আন্দোলন গনতান্ত্রিক অদিকার।

যারা সন্ত্রাসী কায়দায় গুলি ছুঁড়ে

তাদের প্রতি ধিক্কার! ধিক্কার!!

সদা সোচ্চার।

বাপ দাদা প্রতিহত করেছিল ব্রিটিশ হানাদার,

আর আমার টার্গেট অসভ্য সব স্বৈরাচার।

শপথ খোদার, যাবনা ঘরে

দাবি আদায় না করে।

আমি অন্যায়ের ঘোর বিরোধী

অত্যাচারে নীরবে নীরবে কাঁদি,

কখনও বাদি

আবার কখনও জালিমের জেলের কয়েদি।

আমি আপোসহীন কলম যোদ্ধা

কাগজ কলমে লড়ি,

শক্তি সঞ্চয় শক্ত কলম ধরি।

সংকটে সমাধান চাও যদি

সংলাপ উম্মুক্ত অদ্যাবধি,

ছাড় গদি

না হয় তলিয়ে দিব রক্ত নদী।

আমি বহির্বিশ্বে মহা বিদ্রোহী

ভয়-ভীতির ঊর্ধ্বে ভরসা এলাহি।

বিষয়: বিবিধ

১০৮৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

166862
২৪ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫৬
শিশির ভেজা ভোর লিখেছেন : কবিতাটা পড়ে তো রক্ত গরম হয়ে গেলো ভাই। এক কথায় অসাম ভাই অসাম
২৪ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪১
120998
কুয়েত থেকে লিখেছেন : পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
166863
২৪ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মশা আল্লাহ ,সুন্দর লিখেছেন।
২৪ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪৩
120999
কুয়েত থেকে লিখেছেন : পড়ার জন্য এবং মন্তব্য করার অসংখ্য ধন্যবাদ
166872
২৪ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১৬
হলুদ রঙ মেঘ লিখেছেন : অনেকদিন পর এমন বিদ্রোহী কবিতা পড়লাম।
২৪ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪৫
121002
কুয়েত থেকে লিখেছেন : পড়ার জন্য এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।আবার বিদ্রোহী হয়ে...
166895
২৪ জানুয়ারি ২০১৪ রাত ১০:২৪
বড়মামা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৪ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪৫
121003
কুয়েত থেকে লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
166924
২৪ জানুয়ারি ২০১৪ রাত ১১:০৩
শিকারিমন লিখেছেন : নতুন বিদ্রোহী কে সুস্বাগতম।
২৪ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪৭
121004
কুয়েত থেকে লিখেছেন : আপনাকেও স্বাগতম। বিদ্রোহীতো হতেই হবে।ধন্যবাদ
166939
২৪ জানুয়ারি ২০১৪ রাত ১১:১৭
প্রিন্সিপাল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৪ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪৭
121005
কুয়েত থেকে লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ
167232
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:০০
বিন হারুন লিখেছেন : অসাধারণ. অনেক ধন্যবাদ Rose
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৫
121244
কুয়েত থেকে লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। পড়ার এবং মন্তব্য করার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File