চুরি ডাকাতির জন্যই কি রাতের অভিজান..?

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ১৯ জানুয়ারি, ২০১৪, ০৮:০৮:২৩ রাত

আমাদের প্রিয় বাংলাদেশকে বর্তমান সরকার কোথায় নিয়ে যেতেচায় তা জনগণ এর বুঝতে আর বাকি নাই, কিন্তু সরকার বুঝেও না বুঝার ভান করেই চলেছে। এতে করে সরকারের লাভের চেয়ে যে ক্ষতিই বেশী হচ্ছে তা তারা যেন বুঝতেই পারছে না।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বনন্দপুর গ্রামে জামায়াত-শিবিরের সঙ্গে যৌথবাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে এসআইসহ পুলিশের ২২ জন সদস্য আহত হয়েছেন। এছাড়া জামায়াত-শিবিরের শতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। ঘটনায় জামায়াত-শিবিরের সাতজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত ১২টা থেকে এই সংঘর্ষ শুরু হয়। রোববার সকাল সাড়ে নয়টায়ও সংঘর্ষ চলছিল বলে জানিয়েছে গ্রামবাসীরা। তাহলে রাত ১২টায় কেন সংর্ঘষ, চুরি ডাকাতির উদ্দেশ্য নয়তো..? গ্রামবাসীরা মানেইতো জনগণ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী সময়ে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের গ্রেফতার করতে এলাকাটিতে অভিযান চালায় যৌথবাহিনীর একটি দল।

এ সময় গ্রেফতার এড়াতে স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মী ও গ্রামবাসী একত্রিত হয়ে পুলিশ ও যৌথবাহিনীর সদস্যদের উপর ইট-পাটকেল, ককটেল ইত্যাদি নিক্ষেপ করতে শুরু করে।

সংঘর্ষ তীব্র আকার ধারণ করলে পুলিশের এসআইসহ যৌথ বাহিনীর ২২ জন সদস্য আহত হন এবং জামায়াত-শিবিরের অন্তত ১২০ নেতাকর্মী গুলিবিদ্ধ হন বলে জানিয়েছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক।

এ সময় ঘটনাস্থল থেকে তিনজনসহ পুলিশ জামায়াত-শিবিরের মোট সাত নেতাকর্মীকে গ্রেফতার করে।তাহলে যে ১২০ জন নেতা কর্মী গুলিবিদ্ধ হয়েছে তাদের ভবিষ্যত কি...? তারা কি দেশের নাগরিক নয়?

এবং যৌথবাহীনির গুলির সামনে ইটপাটকেলের মোকাবেলা দেশবাসী কি ভাল চোখে দেখছে..? যৌথবাহীনিরা কি তাহলে বাংলাদেশী..?

বিষয়: বিবিধ

১৫৩৪ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

164522
১৯ জানুয়ারি ২০১৪ রাত ০৮:২৫
হতভাগা লিখেছেন : থাকেন কুয়েতে , এইসব খবর আপনে কৈ পান ?
১৯ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৪২
118761
কুয়েত থেকে লিখেছেন : ভাই প্রবাসী হলেই বুঝতেন দেশপ্রেম কাকে বলে।দেহটা কুয়েতে তাকলেও মন্টা সারাক্ষণ দেশেই পড়ে থাকে। নিশ্চই বুঝতে পারছেন..!
১৯ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫০
118767
হতভাগা লিখেছেন : দেশে থাকার সময় কি দেশপ্রেম ছিল না ?

দেশে যদি যুদ্ধ লাগে তখন কি করবেন ? দেশপ্রেম তো দেশের বাইরেই বেশী , দেশে আসতে আসতে যদি তা কমে যায় !
১৯ জানুয়ারি ২০১৪ রাত ১১:১৩
118841
কুয়েত থেকে লিখেছেন : দেশ প্রেম দেশে থাকলেও কমেনা। তবে মায়ের পাসে থাকলে মমতা অনুভব একটু কমই হয়, যখন মায়ের কাছ থেকে দূরে থাকে তখন মায়ের মমতাটা বৃদ্ধি পাওয়াটাই সবাবিক।অনুভবও হয় বেশী। ধন্যবাদ
164530
১৯ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৩৮
আহমদ মুসা লিখেছেন : এই গনহত্যা ও হামলাকে যৌথবাহিনীর নাম দেয়া হলেও আজ প্রমাণিত হয়ে গেছে এটা করতেছে ভারত থেকে আমনাদী করা ভাড়াটিয়া খুনী নরঘাতকরা।
১৯ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫৬
118771
কুয়েত থেকে লিখেছেন : হে আল্লাহ এই জাতির জনগণকে ক্রীমভোগী দালালদের হাত থেকে মুক্ত করুন।ঈমানদার দেশপ্রেমিকদের কে রক্ষা করুন। আমিন আপনাকে ধন্যবাদ
164532
১৯ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৩৯
কুয়েত থেকে লিখেছেন : ভাই প্রবাসী হলেই বুঝতেন দেশপ্রেম কাকে বলে।দেহটা কুয়েতে তাকলেও মন্টা সারাক্ষণ দেশেই পড়ে থাকে। নিশ্চই বুঝতে পারছেন..!
164543
১৯ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫৮
শেখের পোলা লিখেছেন : যৌথ মানেই অনেকে মিলে৷ তাতে অবশ্যই ভারত থাকবে৷ নাহলে যৌথ অপূরণ হবে৷
১৯ জানুয়ারি ২০১৪ রাত ১১:১৬
118843
কুয়েত থেকে লিখেছেন : যৌথ দিয়েই নিজেদের শেষ করে দেওয়া হচ্ছে। তবে এর জন্য তাদেরকে অনেক মূল্য দিতেই হবে। আপনাকে ধন্যবাদ
164580
১৯ জানুয়ারি ২০১৪ রাত ১০:৫৫
প্রিন্সিপাল লিখেছেন : তাদের ব্যবসা চালাতে দিন। যারা বাধা দান করবে, তারাই প্রকৃত রাজাকার ও যুদ্ধাপরাধী।
১৯ জানুয়ারি ২০১৪ রাত ১১:২৩
118845
কুয়েত থেকে লিখেছেন : দেশের সিমানা রক্ষা করার জন্য কারো অনুমতির প্রয়োজন হয়না।দেশের সার্থ্য রক্ষাকরা যদি রাজাকার হয় তাহলে শতবার রাজাকার হতে বাঁধা কোথায়?আপনাকে ধন্যবাদ
164598
১৯ জানুয়ারি ২০১৪ রাত ১১:২৫
প্রিন্সিপাল লিখেছেন : আছে, ভাই বাধা আছে।
সেই রাজাকারকে মখার দলে থাকতে হবে, তবেই সে হতে প্রকৃত মুক্তিযোদ্ধা। যেমন মখা।
২০ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
119114
কুয়েত থেকে লিখেছেন : মখাদের কপালে আরো কতযে জুতা আছে আল্লাহ ভাল জানেন,হবে মাত্র শুরু হয়েছে..!ধন্যবাদ
164705
২০ জানুয়ারি ২০১৪ রাত ০১:৫২
প্যারিস থেকে আমি লিখেছেন : ভারতীয়দেরকেও গোপন রাখার জন্য রাতের অভিযান।
২০ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২০
119116
কুয়েত থেকে লিখেছেন : গোপন রাখার জন্য হাজার চেষ্টা করেও বের্থ হয়েছে।সত্য কোন দিন গোপন থাকেনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ
164754
২০ জানুয়ারি ২০১৪ সকাল ১০:০৩
জাগো মানুস জাগো লিখেছেন : যে ১২০ জন নেতা কর্মী গুলিবিদ্ধ হয়েছে তাদের ভবিষ্যত কি...? তারা কি দেশের নাগরিক নয়?

এবং যৌথবাহীনির গুলির সামনে ইটপাটকেলের মোকাবেলা দেশবাসী কি ভাল চোখে দেখছে..? যৌথবাহীনিরা কি তাহলে বাংলাদেশী..?
২০ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
119120
কুয়েত থেকে লিখেছেন : জবাবতো আপনার কাছ থেকেই আশা করেছিলাম।তিলকে যারা তাল বানায় তাদেরকে আল্লাহ কি এমনেই ছেড়েদিবে।পরকালে তো আছেই দুনিয়াতেও লান্চিৎ হবেই।ধন্যবাদ
165124
২১ জানুয়ারি ২০১৪ রাত ০৩:৫৬
ইবনে হাসেম লিখেছেন : এদের জন্য কোন ভালো মানুষ ভালো কামনা বা দোয়া করতে পারেনা। এরা দেশের সব ভালো ও শান্তিপ্রিয় মানুষের শাপে ক্রমেই এ ধরা থেকে বিলুপ্ত হয়ে যাবে......
২১ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫১
119673
কুয়েত থেকে লিখেছেন : আমিন..! ইনশা‌আল্লাহ ওরা বিলুপ্ত হবেই। তবে কলঙ্কীত ইতিহাস তাদের জন্য থেকেই যাবে। আপনাকে ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File