এই জাতির নেতাদেরকে আর কত পরাধীন হতে দেখব আমরা..!

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ১১ জানুয়ারি, ২০১৪, ০২:১৭:৪০ দুপুর

এই দেশকে আমাদের নীতিহীন নেতারা কোথায় নিয়ে যাবে তা আমরা জানিনা কিন্তু আমাদের আগামী প্রযন্মের কাছে আমরা কি এর জবাব দিতে পারবো..?

আমাদের নেতারা দালালী করতে গিয়ে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাড়িয়েছে একটু দেখুন? তাহলে আমরা এখন কি ভারতের পুতুল? আমাদের নেতারা ভারদের সেবাদাশ..!

সুতরাং আমরা এখন হতে চলেছি "রিপাবলিক অফ ইন্ডিয়া" হয়ে গেছি বলা যায় ... মন্ত্রী-প্রতিমন্ত্রী হতে ভারতীয় হাইকমিশনে এমপিদের দৌড়ঝাঁপ!!

নতুন মন্ত্রিসভায় জায়গা পেতে নতুন এমপিদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। মন্ত্রী প্রতিমন্ত্রীর প্রত্যাশীরা সরকারের গুরুত্বপূর্ণ নেতাদের বাসায় দৌড়ঝাঁপের চেয়ে বেশি দৌড়াচ্ছেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে।

তারা মনে করছেন দলের সিনিয়র নেতাদের চেয়ে নতুন মন্ত্রিসভা গঠনে বেশি গুরুত্ব পাবে ভারতের পছন্দ। কারণ ভারত এ সরকারকে টিকিয়ে রাখবে। এ জন্য নতুন এমপিরা ছুড়ছেন ভারতীয় হাইকমিশনে।

শুধু আওয়ামী লীগ নয়, জাতীয় পার্টি, জাসদ ও ওয়ার্কার্স পার্টির নির্বাচিতরাও ভারতের ঢাকাস্থ হাইকমিশনে কর্মরত অভিজিত নামের এক কর্মকর্তার আশীর্বাদ নিয়ে মন্ত্রী হতে মরিয়া হয়ে উঠেছেন।

ওই কর্মকর্তা ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর ঢাকাস্থ প্রধান। দিল্লীর সাউথ ব্লক এবং প্রতিরক্ষা উপদেষ্টা শিব শংকর মেননের আর্শিবাদ নিয়ে মন্ত্রী হতে দিল্লীতেও লবিং করছেন একাধিক এমপি।

ভারতের ‘র’ এর ঢাকাস্থ প্রধানের ক্যারিশমায় এরশাদকে আটক রেখে রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টিকে নির্বাচনে নেয়া হয়েছে বলে সূত্রের দাবি।

জাতীয় পার্টির কয়েকজন নেতাও মন্ত্রীত্বের জন্য ভারতের আশীর্বাদের প্রত্যাশায় রয়েছেন।

আল্লাহর লানত এসব নেতাদের উপর যারা সাধারণ জরগণের দুঃখ দুর্দশা দেখেনা। এমন নেতাদের উপর আল্লাহর গজব পড়বেই। http://www.dailyinqilab.com/2014/01/09/153809.php#sthash.IlOJz2Hu.dpuf

বিষয়: বিবিধ

১৩০৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

161336
১১ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:২১
হতভাগা লিখেছেন : আপনি কি বাংলাদেশকে এখনও স্বাধীন দেশ মনে করে বসে আছেন ?!?!

আপনার জন্য করুণা হয়
161337
১১ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:২৪
কুয়েত থেকে লিখেছেন : ভাই নিজের অন্তরকে মানাতে পারছিনা। আপনাকে ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File