জয় বাংলা কি বাংলাদেশের..? না কি উভয় বাংলার..?
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ০২ জানুয়ারি, ২০১৪, ১০:১২:৪৯ রাত
আওয়ামীরা বড় গলায় জয় বাংলার শ্লোগানে মুকরিত করে তোলে রাজপথ, এর অর্থ ও তাতপর্য্য বুঝে হউক আর না বুঝেই হউক জয় বিজয়ের চেতনায় তারা কিন্তু পিছনে নেই মোটেও।
যে আওয়ামীলীগের কর্মীরা নিজ দলের নামের অর্থই বুঝেনা তারা কিকরে দেশ চালাতে পারে তা বুঝেই আসেনা। প্রশ্ন হল দেশতো চালাচ্ছেই। আসলে যাদেরকে বুতেধরে তারাই আওয়ামীলীগ করে ।
কোন ভাল মানুষ আওয়ামীলীগ করতে পারেনা। কারন ভাল মানুষ গড়ার এবং ভাল কোন কর্মসূচী এই দলে নেই যা দিয়ে দেশ ও জাতি গঠন করা যায়।
যারা আছে এই আওয়ামীলীগে তারা বেশীর ভাগই চরিত্রহিন লম্পট, দু একটা ভাল লোক থাকলেও তারাও নীতিহিনদের কাছে অষোহায়।
তাই আওয়ামিলীগ রাষ্ট্রপরিচালনায় ও যতটুকু অগ্রসর হয়ে সামনের দিকে যাবে, তার চেয়ে পিচনেরদিকে যাবে কয়েক গুন বেশী। কারন বুতে ধরা লোকদের দৌড় সামনের চেয়ে পিছনের দিকেই বেশী হয়।
যেমন বর্তমানে বাংলাদেশকে যেখানে নিয়ে গেল। জয় বাংলা বাংলাদেশের অগ্রগতির চেয়ে দূর্গতিই বেশী প্রমানিত। যে দলের নামটাই বাংলার নয় তারা কি করে বাংলাদেশের উন্যয়নে কাজ করবে..?
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন মঙ্গলবার রাতে চ্যানেল আই তৃতীয় মাত্রা তে বলেছেন, জণগনের সম্পদ যেভাবে লুটেপুটে খেয়েছেন, মাইর শুরু হইলে একটাও মাটিতে পড়বে না"
বাংলাদেশকে ভারতের চোখে দেখতে হবে ক্যান? এই দেশ সম্পর্কে তারা ভাল বুঝবে, মানে কি?আমরা কিছু বুঝি না?- ভারতকে মনে রাখতে হবে বাংলাদেশ কখনো সিকিম, বা নেপাল হবে না"
"সরকার পুলিশের ট্যাংক আর লাঠি নিয়ে জণগনের বিরুদ্ধে নেমেছে, যুদ্ধের আর বাকি কি? যুদ্ধতো শুরু হয়ে গেছে" "মন্ত্রীরা দেশকে যেভাবে চেটেচুটে খেয়েছে, তাই তারা ভয়ে আছে"
তারা ইচ্ছে করেই সমঝোতার পথে আসছে না বলে তিনি উল্লেখ করেন। "আমি নিশ্চি,ত ৫ই জানুয়ারীর নির্বাচনে ক্ষমতায় আসা সরকার টিকবে না"
"সরকারের উপদেষ্টাগুলো সব স্বার্থপর আর কুবুদ্ধিদাতা" " জয় বাংলা, এটা আবার কিসের স্লোগান? এটিতো তখনকার কটেক্সটের জন্য ছিল, এটি কিসের লক্ষণ, আমাদেরকে শিখাতে আসবেনা না।
এখন আমরা স্বাধীন, তাই স্লোগান তো হবে 'জয় বাংলাদেশ' তিনি জয় বাংলাকে 'জয় হিন্দে'র সাথে তুলনা করেছেন। "আওয়ামিলীগই মুক্তিযুদ্ধ করেছে এটি বলে, দেশে গৃহযুদ্ধ বাজাবেন না।
মুক্তিযুদ্ধের সময় যারা ভারতে চলে গিয়েছিল তারাই মুক্তিযুদ্ধা? আমরা সবাই মিলে দেশ স্বাধীন করেছি, মুক্তিযুদ্ধকে একপেশে করে ঝামেলা বাজাবেন না" "জামায়াত এতো লাঠি-গুতা খাচ্ছে, কই তারাতো অস্ত্র নিয়ে নামে নি,
গৃহযুদ্ধ শুরু হয়ে গেলে আফগানিস্তানে গিয়ে ট্রেইনিং নিতে হবে না, আফগানিস্তান থেকে লোক এখানে আসবে, আর দুনিয়াতে অস্রের অভব নেই, এটা যোগাড় হয়ে যাবে; এখন সিরিয়াতে আল-কায়দা তালেবানরা ঢুকছে না?"
আজকে, এখনই চাইলে সরকার এই সংকটের সমাধান করতে পারে- জণগন শান্তি চায়" মানবতাবিরোধী অপরাধের বিচার করা, হাসিনার একক ম্যান্ডেটের কোন বিষয় নয়- যে কেউ করতে পারে" এটিকে পলিটিক্যাল টূল না করার ইঙ্গিত দিয়েছেন তিনি।
বিষয়: বিবিধ
১৮৬৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন