শেখ ফজলুল করিম সেলিম এর আয় বেড়েছে প্রায় ৮৯ গুণ। গোপালগঞ্জ-২ আসনে এবারও তিনি এমপি প্রার্থী।

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ৩১ ডিসেম্বর, ২০১৩, ০২:২৬:৪৪ দুপুর

গত পাঁচ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকটাত্মীয় ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপির আয় বেড়েছে প্রায় ৮৯ গুণ। গোপালগঞ্জ-২ আসনে এবারও তিনি এমপি প্রার্থী।

নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় তার নিজের দেয়া তথ্যে দেখা গেছে, পাঁচ বছর আগে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার জমা ছিল মাত্র ২ লাখ ৮২ হাজার ৩২৬ টাকা।

এখন নিজের নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা পরিমান বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১২ লাখ ৩২ হাজার ৪৮৩ টাকা। এছাড়া বিভিন্ন কোম্পানীর শেয়ার ও বন্ডে নিজের নামে পাঁচ বছর আগে কোন বিনিয়োগ না থাকলেও হলফনামায় এবার ১ কোটি ৩৮ লাখ ২৩ হাজার ৫০০ টাকা দেখানো হয়েছে।

হলফনামায় উল্লেখ করা জমির হিসাবেও গড়মিল পাওয়া যায়। বর্তমানে নিজের সম্পদ দেখানো হয়েছে মোট ৪ কোটি ৪৩ লাখ ২৮ হাজার ৩৩৩ টাকা। যা আগে মোট ছিল ১ কোটি ৪৮ লাখ ৫৮ হাজার ৩৭৮ টাকা।

২০০৮ সালের হলফনামায় তিনি দাবি করেছিলেন তার ও তার উপর নির্ভরশীলদের কোন আয় ছিল না। তখন তিনি অতীতের আয় থেকে ব্যয় বহন করছেন বলে উল্লেখ করা হয়েছে।

আগে যা ছিল:২০০৮ সালে অস্থাবর সম্পদের মধ্যে নিজের হাতে ছিল ৪৬ লাখ ১৮ হাজার ৩৭৮ টাকা, বৈদেশিক মুদ্রা (মার্কিন ডলার) ৯ হাজার ডলার। নিজের নামে ছিল ৪১ লাখ ২০ হাজার টাকার গাড়ি, ৩৫ লাখ টাকার অলংকারাদি,

ইলেকট্রনিক্স সামগ্রী ও আসবাবপত্র ১৯ লাখ টাকা। বর্তমান: পাঁচ বছর আগে হলফনামায় তার আয়ের কোন উৎস দেখানো হয়নি। এবার তার আয়ের উৎস শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে দেখানো হয়েছে।

এ খাত থেকে তার বছরে আয় হয় ৫ লাখ ৪১ হাজার ৫৬৫ টাকা। এছাড়াও তিনি এমপি ভাতা থেকে ২০ লাখ ৯৮ হাজার ৩৭৫ টাকা আয়ের কথা উল্লেখ করেন।

আওয়ামীলীগ মানেই আলাদীনের চেরাগ, যা শেখ মুজিবের চোরেরা এখন বড় বড় ডাকাতে রুপান্তরিত হয়ে জাতির খেদমত করেই যাচ্ছে নিরলস ভাবে।তাদের কাছে হাজার কটি টাকাও কিছুই না..।

বিষয়: বিবিধ

১৪৫২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

157772
৩১ ডিসেম্বর ২০১৩ রাত ০৮:২৭
শেখের পোলা লিখেছেন : এ বানিজ্য কে ছাড়তে চায়? সামনে আরও ভাল সুযোগ অপেক্ষা করছে৷
৩১ ডিসেম্বর ২০১৩ রাত ০৯:১৬
112529
কুয়েত থেকে লিখেছেন : আপনাকে ধন্যবাদ পড়ার এবং মন্তব্য করার জন্য সামনে হয়তো কপালে অনেক দুঃখ আছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File