বিদায় হে মাহে রমজান,আবার ও পাওয়ার আবেদন।

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ০৭ আগস্ট, ২০১৩, ০৮:২৬:০৮ রাত

বিদায় মাহে রমজান

কাঁদছে মোমিন মুসলমান,

আবার পাওয়ার আগমন

আল্লাহর দরবারে আবেদন।

বাঁচিয়ে রাখো মোদের জীবন

পর্যন্ত আগামী মাহে রমজান,

জানিনা হলাম কিনা পূণ্যবান

পাপমুক্ত কর মোদের হে-রহমান!।

ধ্বংস প্রাপ্তদের অন্তরভূক্ত হইনা যেন মোরা

রমজানের বদৌলতে কর মোদের ক্ষমা,

যে মাসে ছিল হাজার মাসের উত্তম রাত

আর রহমত বরকত মাগফিরাত নাজাত।

সিয়াম কিয়াম রুকু সিজদাহ

সেহেরী ইফতার তারাবীহ

ক্ষমা করে মোদের ভূল ত্রুটি

জাহান্নাম থেকে দাও মুক্তি।

মাহে রমজানের শিক্ষা আল্লাহভীতি

জীবনভর যেন হৃদয় মন অন্তরে রাখি,

লাভ করে মহান রবের সন্তুষ্টি

হতে চাই অনন্ত অসীম জান্নাতি।

ছিল বলে মাহে রমজান

প্রভূর বন্দি শালায় ছিল শয়তান,

সৎকাজ ইবাদতে মশগোল ছিল মুসলমান

রহমত বরকত অপরিসীম ছিল বহমান।

মাহে রমজান বিদায় স্বরণে

প্রার্থনা করছি সেজদায় লুটিয়ে,

যত করেছি পাপাচার প্রকাশ্য গোপনে

ক্ষমা করে দাও প্রভূ, নিজ মহিমাগুণে।।

বিষয়: বিবিধ

২০০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File