আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল শুনানি ১৭ সেপ্টেম্বর
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ৩০ জুলাই, ২০১৩, ০৪:১০:০৮ বিকাল
বিশ্ব নন্দিত মুফাসসিরে কুরআন, তৌহীদি জনতার হৃদয়স্পন্দন,বাতিলের বিরুদ্ধে ইসলামের তথা হকের বলিষ্ট কন্ঠস্বর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল শুনানি ১৭ সেপ্টেম্বর
শীর্ষ নিউজ ডটকম, ঢাকা: মানবতাবিরোধী অপরাধের
দায়ে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত জামায়াতে ইসলামীর
নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর
রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি শুরু
হবে আগামী ১৭ সেপ্টেম্বর।
মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজ্জাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের করা পৃথক দু’টি আপিলের শুনানির জন্য এ তারিখ নির্ধারণ করেন।
বেঞ্চের অপর চার বিচারপতি হলেন- বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা), বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
এর আগে ২ মে থেকে আপিল শুনানি শুরুর দিন
নির্ধারণ থাকলেও জামায়াতের আরেক নেতা কাদের
মোল্লার আপিল মামলা চলমান থাকায় তা শুরু হয়নি।
আপিল বিভাগে মঙ্গলবারের কার্যতালিকায় আপিল
মামলাটি (দেলাওয়ার হোসাইন সাঈদী বনাম চিফ
প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল) ১
নম্বরে ছিল।
সকাল ৯ টায় প্রধান বিচারপতির নেতৃত্বে আদালতের কার্যক্রম শুরু হয়। প্রথমেই রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান অবকাশকালেই শুনানিরতারিখ নির্ধারণের আবেদন জানান।
এ সময় আসামিপক্ষের প্রধান আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক এর বিরোধিতা করে অবকাশ শেষে তারিখ নির্ধারণের কথা বলেন। ১৫ মিনিট উভয় পক্ষের সংক্ষিপ্ত শুনানি গ্রহণের পরই আদালত তারিখ নির্ধারণের আদেশ দেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।এ রায়ের বিরুদ্ধে ২৮ মার্চ
আল্লামা সাঈদী ও সরকারপক্ষ পৃথক দু’টিআপিল দায়ের করেন
যার নম্বর: ৩৯ ও ৪০। গত ৩ এপ্রিল আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদনের সারসংক্ষেপ জমা দেন সরকার পক্ষ। এর পর ১৬ এপ্রিল সারসংক্ষেপ জমা দেন আসামি পক্ষ।
আল্লাহ এই পক্ষ বিপক্ষ, সত্য মিথ্যার এই মামলাটির রায় যারা দিচ্ছেন বা দিবেন তাদের অন্তরে যেন আপনার ভয়, এবং পরকালের ভয় সহ হকের পক্ষে যেন সঠিক রায় প্রদান করতে পারে সে ব্যাবস্থা করেদিন। আনিন
বিষয়: বিবিধ
১০৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন