হে প্রভূ বলি তোমার তরে
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ০৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:৪০:০৫ রাত
ও হে প্রভূ! বলি তোমার তরে
মরতেই যখন হবে,
শাহাদাতের মরণ দিও মোরে
চাইনা কিছুই আর জগতে।
তোমার দ্বীন কায়েমের তরে
মোদের সাথীরা এক -এক করে
যাচ্ছে যে পথে চলে,
মোরাও যেতে চাই জীবন বিলিয়ে
কবুল কর হে প্রভূ!নিজ মহিমাগুনে।
আমার ভাইদের তাজা রক্ত ফোটা
যায়না যেন কখনো বৃথা,
প্রতিটি রক্ত কণিকা
জালেমদের বয়ে আনে যেন
হেদায়েত কিংবা ধ্বংশলিলা।
তোমার দ্বীনের আলো জ্বালাতে
যাদের জীবন প্রদীপ গেল নিভে,
লাখো র্কমী দাও বিনিময়ে
যারা তোমার কালেমার পতাকা দেবে উড়িয়ে।
যতই দীর্ঘ হচ্ছে শহীদদের সারি
বাড়ছে মনের আঁকুতি,
হতে তোমার পথের যাত্রী
নাকের ডগায় জান্নাতের সুগন্ধী।
ওহে প্রভূ দয়াময় রহিম রহমান!
কবুল করো মোদের আন্দোলন সংগ্রাম
রক্ত ফোটা আর জীবন দান
বিজয়ী করে দাও তোমার বিধান।।
বিষয়: বিবিধ
১১৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন