শাহবাগে পুলিশি অ্যাকশন! রণক্ষেত্রে পরিনত

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ১১ জুলাই, ২০১৩, ০৯:১০:৫৩ রাত

শাহবাগে পুলিশি অ্যাকশন, শাহবাগ রণক্ষেত্রে পরিনত ছাত্রদের উপর সরকারী বাহিনীর হামলা , অনেকে আহত

পুলিশের লাঠি চার্জ, টিয়ার শেলে পণ্ড রণক্ষেত্রে পরিনত দেশের মেধাবী শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন।

সেই নিরস্ত্র মেধাবীদের উপর যুদ্ধক্ষেত্রে ব্যবহার্য এপিসি (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) নিয়ে ঝাঁপিয়ে পড়েছে শেখ হাসিনা সরকারের জঙ্গি লীগ এবং রাষ্ট্রীয় জঙ্গি বাহিনী হায়েনার দল!

কি বুঝলেন ভাইয়েরা? কোথায় এখন গাজা চেতনার জমিরচ্চা মীরজাফর ইকবাল , জমির চাচা বাচ্চু ?

শাহবাগ কি শুধু এইডস আর জমির চাচাদের রক্ষিতা লাকিদের পৈত্রিক সম্পত্তি।

এখানে শুধু ধইরা ধইরা জবাই করার হুংকার দেওয়া যাবে আর কিছু না ? নাস্তিক দের নাচ গানের জন্যে কি রাজপথ ?

এই দেশে একমাত্র যুদ্ধাপরাধীদের ফাঁসি ছাড়া আর যেকোনো বৈধ আন্দোলন করলে সরকারী দলের গুন্ডাদের তান্ডব , পুলিশের গুলি, লাঠি চার্জ আর টিয়ার শেল ।

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে ফ্রী ওয়াইফাই সহ ৩ স্থর পুলিশি ৩ স্থর নিরাপত্তায় আন্দোলন আর ফ্রী গাজা, ফেনসিডিল , বিরিয়ানির প্যাকেট। শিক্ষার্থীদের উপর হামলা করা হলো।

কিন্তু জমির চাচারা যখন গাজার মঞ্চ করলো শাহবাগে তখন এই সব বাহিনী কোথায় ছিল ? মেধাবীদের উপর সরকারের নগ্ন হামলা কি শুধু হায়েনারা ক্ষমতায় থাকার জন্যে ?

কোটা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে-

“বিসিএস প্রিলিমিনারিতে কোটা রাখা অযৌক্তিক। এর মাধ্যমে প্রকৃত মেধাবীদের অবমূল্যায়ন করা হচ্ছে।

যারা দেশ চালাবে তাদের এত ‘কম মেধার মাধ্যমে’ নিয়োগের সিদ্ধান্ত ঠিক নয় বলেও মন্তব্য আন্দোলনরকারীদের প্ল্যাটফর্ম "মেধা মূল্যায়ন মঞ্চ"

এই রোজা রমযানের দিনে এভাবে ছাত্রদের উপর হামলা কোন বিবেক বানেরা করতে পারেনা।আসুন ন্যায়য়ের পক্ষে কথা বলি, এই পবিত্র রমজানে আল্লাহ পাক বহু বিজয়ের ইতিহাস গড়েছেন, অন্যায় কারিদেরকে উচিৎ শিক্ষা দিয়েছেন।

বিষয়: বিবিধ

১৫১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File