ঈমান ও নীতিনৈতিকতা রক্ষার সাথে দেশের স্বাধীনতা ও সর্বভৌমত্বকেও রক্ষা করতে হবে

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ০৯ জুলাই, ২০১৩, ০৩:৩৩:৫৩ দুপুর

দেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের করণীয় এবং আমাদের ঈমার রক্ষার সাথে সাথে আমাদের প্রিয় জন্ম ভূমির প্রতি ইন্চি মাটিকে রক্ষা করাও আমাদের ঈমানের দ্বাবী। এবং দেশের মানুষের সেবা করা এবং তাদের নৈতিক চারিত্রিক সংশোধনের চেষ্ঠা করাও ঈমানের দাবি।

আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ আজ অসংখ্য সমস্যায় জর্জরিত,নতজানু পররাষ্ট্রনীতির কারণে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংসের দ্বারপ্রান্তে,শিক্ষা,সাহিত্য ও সংস্কৃতি বিপন্ন,অর্থনীতি বিপর্যস্ত,আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি।

দলবাজি, টেন্ডারবাজি ও চাঁদাবাজিতে ভরপুর, অপহরণ,গুম,খুন,রাহাজানি,দস্যুবৃত্তি নিত্যনৈমত্তিক ব্যাপারে পরিণত হয়েছে,দূর্নীতিতে দেশ আকণ্ঠ নিমজ্জিত,দ্রব্যমূল্য আকাশছোঁয়া,যোগাযোগ ব্যবস্থা বিধ্বস্ত,ক্ষুধা,দারিদ্র ও বেকারত্বের অভিশাপে মানুষ দিশেহারা।

প্রশাসনে স্থবিরতা,স্বজনপ্রীতি ও দলীয়করণে বিরোধী দলীয় কর্মীদের জন্য চাকুরী বা অন্যান্য কর্মসংস্থান সোনার হরিণে পরিণত হয়েছে।বিরোধী দলের লোকেরা আজ যেন দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক।

মানবাধিকার,মানবতা,নৈতিকতা ও নৈতিক মূল্যবোধ ভূলুণ্ঠিত।গণতন্ত্র,গণতান্ত্রিক মূল্যবোধ কথার কথায় পরিণত হয়েছে।বিচার ব্যবস্থা দলীয়করণের অপঘাতে মারাত্মক অসুস্থ।

দেশের অধিকাংশ মানুষ আজ মৌলিক অধিকার বঞিত, ন্যায়বিচার, ন্যায়নিষ্ঠা, সততা, সত্যবাদিতা সবই মানুষ ভুলতে বসেছে। সর্বোপরি ইসলাম,ইসলামী মূল্যবোধ, ইসলামী ব্যক্তিত্ব ও ইসলামী সংগঠন আজ দেশী ও বিদেশী ষড়যন্ত্রের শিকার।

নাস্তিক্যবাদী বামপন্থী পরিবেষ্টিত এবং ভারতের ব্রাক্ষ্মণ্যবাদী সরকারের মদদপুষ্ঠ ও তাদের এজেন্ডা বাস্তবায়নে তৎপর এই পুতুল সরকার।জাতির এই ক্রান্তিলগ্নে ইসলামী আন্দোলনের কর্মীদের ইসলামী আন্দোলনের স্বরূপ এবং এই অবস্থায় তাদের করণীয় কী তা জানা একান্তই অপরিহার্য।

মনে রাখতে হবে, ইসলামী আন্দোলনের ওপর কায়েমী স্বার্থবাদী গোষ্ঠী ও ইসলাম বিদ্বেষী সরকারের পক্ষ থেকে এই রকম আচারণ নতুন কিছুই নয়। যুগে যুগে এরকম অবস্থারই সৃষ্টি হয়েছিল।

নবী-রাসূল ও ইসলামী আন্দোলনের মুজাহিদ তথা দায়ী ইলাল্লাহ-এর ওপর এর চাইতে অনেক বেশি নির্মম অত্যাচার করা হয়েছিল। অসংখ্য নবী ও ইসলামী আন্দোলনের নেতা ও কর্মী শহীদ হয়েছিল। আল-কুরআনের ঘোষণাঃ

“নিশ্চয় যারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করে এবং নবীদেরকে হত্যা করে এবং মানুষের মধ্য থেকে যারা ন্যায় পরায়নতা ও সত্যের দাওয়াত(নির্দেশ) দেয় তাদেরকে হত্যা করে তাদেরকে কঠিন শাস্তির শুভ সংবাদ দিন।দুনিয়া ও আখিরাতে তাদের আমলসমূহ বিনষ্ট হবে আর তাদের কোনো সাহায্যকারী থাকবে না।(সূরা আল-ইমরান: ২১)

বিষয়: বিবিধ

১১৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File