**"নিরপেক্ষতা"**
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ০২ জুলাই, ২০১৩, ০৪:৪০:২৩ বিকাল
নিরপেক্ষতা যদি হয় না কোন পক্ষ
মুসলমান হয় কি করে ধর্মনিরপেক্ষ?
আল্লাহর নিকট গ্রহন যোগ্য দ্বীন কেবলই ইসলাম
কি করে মুসলমান,যারা বলে সকল ধর্ম সমান?
মুসলিমতো তারাই,যারা আল্লাহর উপর রাখে ঈমান
কি করে মুসলিম হয় যারা বলে দূর্গা-মা আনে কল্ল্যাণ?
স্বভাব চরিত্র সংস্কৃতিতে ইহুদী খৃষ্টান
বলে যখন আমরা নই হিন্দু নই মুসলমান।
ইহাই হলো বাস্তব সত্য উপস্থাপন
ওরা মানেনা কোন র্ধমের অনুশাসন
ধর্মদ্রুহী নাস্তিক মুরতাদ আত্মীয় স্বজন
ক্ষমতায় গেলে হয়ে থাকে প্রতিয়মান।
আলেম ওলামা নবী রাসুলের উত্তরশুরী
ক্ষমতা পাইলে তাদেরকে রাখে জেলে ভরি,
জ্বলে উঠে দেখে,যদি দাড়ি টুপি পান্জাবী
মসজিদ মাদ্রাসায় চালায় তল্লাশী।
প্রতিষ্ঠা করে চাঁদাবাজি অপকর্ম গুন্ডামি
আলেম ওলামাদের বলে থাকে জঙ্গী
মুখে বলে সকল ধর্ম সমান
মুসলমানদের করে জুলুম, নির্যাতন নিষ্পেসন।
সেক্যুলার যদি হয় নিজেদের পরিচিতি
দ্বিচারিতা নয় কি মুসলমান বলে দাবী?
আসলেই ওরা হলো সুবিদাবাদী
স্বার্থ হাসিলে মুসলমান করে দাবী।
ধর্ম নিরপেক্ষ বলতে নেই কোন জাতি
মুফতি মোফাস্ সিরগণ করেন উক্তি,
মুসলমানদের মাঝে ছড়ায় ওরা বিভ্রান্তি
মুসলমান কখনো হতে পারেনা ধর্মনিরপেক্ষবাতী।।
,
বিষয়: বিবিধ
১০০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন