**"চেতনার ব্যবসা"**

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ০১ জুলাই, ২০১৩, ০২:২৬:০১ দুপুর

চলবেনা আর চেতনার ব্যবসা

জনগণ নয় আগের মত বোকা,

তাই জেগেছে এবার হয়ে সোজা

দেয়া যাবেনা চতনার নামে ধোকা।

একাত্তরে নিরাপদে পালিয়েছিল যারা

স্বাধীন দেশে মুক্তিযোদ্ধা সেজেছে তারা,

দেশ-প্রেমের বুলি উডিয়ে জাতিকে নছিহত

ভারতকে বিনা মাশুলে দিয়ে ট্রানজিট সমুদ্র সৈকত।

সার্বভৌম রক্ষার নামে গলাবাজি

জনতা ধরে ফেলেছে এসব ধোকাবাজি,

তাই করা যাবেনা আর কারসাজি

জনতা হয়ে উঠেছে যখন প্রতিবাদী।

চেতনার ব্যবসায় পড়েছে ভাটা

তাই ওরা হয়েছে এখন দিশেহারা,

জনতাকে দিতে হবে পাহারা

যাতে পালাতে না পারে ওরা।

চেতনার নামে আর কোন বেহায়াপনা

বাংলার জমিনে করতে দেয়া হবেনা,

এদেশে বাস করবে মুসলিম জনতা

রেখে আল্লাহর উপর আস্থা বিশ্বাস দৃঢ়তা।

ইহাতে ধরে যদি কারো দেহে জ্বালা

সময় থাকতে এদেশ ছেড়ে পালা,

ঈমানদাররা মানবেনা বুলেট বোমা

করতে দেবেনা আর চেতনার ব্যবসা।।

বিষয়: বিবিধ

৮৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File