হে প্রভূ! ধন্য করো মোদের জীবন তোমার জ্ঞানে
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ০৯ জুন, ২০১৩, ১১:৪১:৪২ সকাল
হে প্রভূ ধন্য করো মোদের জীবন তোমার জ্ঞানে
হে জ্ঞানের মালিক! প্রজ্ঞাময় রহমান,
হাজার বুদ্ধিজীবিদের সমান চাইনা হতে
কেবলই তোমার জ্ঞানে জ্ঞানবান চাই হতে।
পেয়েছে যারা জ্ঞানের আলো তোমার
দিশা পেয়েছে তারা সকল পথের,
আঁধারে হারিয়ে যাবার ভয় নেই তাদের
নেই কোন শক্তি ভূবনে ভ্রষ্ট করার।
ধন্য করো মোরে তোমার জ্ঞানে
কখনো যেন হারিয়ে যাইনা আঁধারে,
চলতে পারে সরল পথে তোমারই জ্ঞানে
সমাপ্ত জান্নাতে যে পথের সূচনা দুনিয়াতে।
ধন্য হয়ে যেতে চাই জান্নাতে তোমার জ্ঞানে
হে দয়াময় কবুল করো আছে যা বাসনাতে,
মূর্খতার গভির আঁধারে আছি ডুবে
চাই উঠতে তোমার জ্ঞানের রশি ধরে।
পার্থক্যকারি সত্য মিথ্যার জ্ঞানই তোমার
খবরদারী চলছে দুনিয়ায় মিথ্যার,
বিজয়ী করে দাও তোমার জ্ঞানে সত্যকে আবার
পরাভূত করে দাও কালো প্রভাব মিথ্যার।
আলোকিত করো ভূবন জ্ঞানে তোমার
করো আলোকময় জীবন সকলের,
যাবতীয় কল্যাণ রয়েছে জ্ঞানেই তোমার
যত আছে অকল্যাণ করে দাও দূর।
আর যদি না-ই পারো ও হে বন্দ্ধুগন
পড়ো রাব্বি যিদনী ইলমান,
প্রার্থনা করো নিকট আল্লাহর
ধন্য করে জীবন মোদের জ্ঞানে তোমার।
বিষয়: বিবিধ
১১৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন