মনে পড়ে আজ সে বয়াল শাপলা চত্তরের কালো রাত

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ০৬ জুন, ২০১৩, ১২:৪৩:১৭ রাত

গত মাসের এই তারীখের এই সময়ের কথা খুব মনে পড়ছে । পুরা ঢাকা শহর কানায় কানায় পূর্ণ ছিল দাড়ি টুপি ওয়ালা মানুষে । কত লোক সমাগম হয়ে ছিল তার সঠিক হিসাব কেউ দিতে পারেনি।

কারো মতে ৫০ লাখ , কারো মতে ৪০ লাখ , কারো মতে ৩০ লাখ , তবে এ ব্যাপারে সবাই একমত যে এটা স্বরণ কালের সবচেয়ে বড় জামায়েত ছিল । সকলের মুখে স্লোগান ছিল একটা ই ১৩ দফা মানতে হবে ।

সারা দেশ থেকে আগত ক্লান্ত মানুষগুলি না খেয়ে শাপলা চত্বরে অবস্থান নেয় । রাত্র বাড়তে থাকে । কেউ ঘুমিয়ে পড়ল , কেউ জিকির করতে থাকল , কেউ কেউ নামাযে মগ্ন হল ।

সরকার এই মানুষগুলির পাশে দাড়াল না , উল্টা এদের কে হুমকি ধমকি দিল , বিদ্যুতের সংযোগ ছিন্ন করে দিয়ে বিপদে ফেলল । এদের কে মেরে ফেলার পায়তারা করল । মিডিয়া কে সরায়ে দিল । যারা লাইভ দেখাচ্ছিল , বন্ধ করে দিল ।

অবশেষে নির্বিচারে গুলি করা শুরু করল । উপর থেকে গরম পানি মারল । সে দিনের ভয়াবহতা যারা দেখেছে , তারা সাময়িক ভাবে বাক শক্তি ই হারিয়ে ফেলে ছিল ।

ঢাকা শহরের মানুষ সারা দিন লক্ষ লক্ষ তৌহীদি জনতা কে দেখল , মতিঝিলে অবস্থানের সংবাদ শোনে ঘুমাতে গেল , আর সকালে উঠে দেখে মতিঝিল একে বারে ফাকা , খালি , জনতা শূণ্য । এমন ঘটনায় বাক শক্তি হারিয়ে ফেলা টাই স্বাভাবিক।

বিষয়: বিবিধ

১৭৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File