রমযান আল্লাহ ভীতি (ত্বাকওয়া) অর্জনের মাস
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ০২ জুন, ২০১৩, ০২:৩৮:২৩ দুপুর
মাহে রমযান আল্লাহ ভীতি অর্জনের মাস
হৃদয় মন দিয়ে চলবে মোদের প্রয়াস,
হয়না যেন থাকা কেবলই উপহাস
প্রভূর হুকুম মেনে চলবো পুরোমাস।
রহমত মাগফেরাত নাজাত
প্রভূর দরবারে হয় যেন কবুলিয়ত,
মোদের জীবনে নছিব হয় যেন জান্নাত
এ আশাতে ইবাদত করবো দিন-রাত।
ওজর ব্যতিত ছাড়বো না কেহ সিয়াম
রাতের বেলা মসজিদে গিয়ে করবো কিয়াম,
গভীর রাতে করলে পার্থনা
আল্লাহ তা'য়ালা করেন মার্জনা।
সেহেরী ইফতার সিয়াম কিয়াম সাধন
রয়েছে সব কিছুতেই আল্লাহ ভীতির নিদর্শন,
রমযান মাসে সব কিছুর অনুশীলন
জীবনভর ইহা করবো বাস্তবায়ন।
বয়সের ভার কিংবা রোগে ভোগিয়া
রোজা পালনে গেলে অক্ষম হইয়া,
প্রভূর নির্দেশ মত দেবো ফিদিয়া
সুস্থতা কামনায় প্রার্থনা করবো সেজদায় লুটিয়া।
তাহারাই কেবল মোমিন মুসলমান
হয়েছে আল্লাহভীতি যাদের অর্জন,
এ শিক্ষা নিয়েই যুগে যুগে আগমন
আল্লাহভীতি অর্জনের মাস মাহে রমযান।।
বিষয়: বিবিধ
১৩৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন