ইসলামী শিক্ষা ও মাদ্রসা বন্দের সড়যন্ত্র নতুন নয়
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ২৪ মে, ২০১৩, ০১:১৪:৪৪ দুপুর
ইসলাম বিরুধী সাম্রাজ্যবাদীর দালাল ও তাদের সহযোগী বাম ও রামদের সহযোগীতা কারী আওয়ামী তাবেদাররা তালেবানদের নামে আতংকিত হয়ে মাদ্রাসা বন্ধ করে দিতে বলছে।
তারা সাম্রাজ্যবাদীদের মত ইসলাম বা যা কিছু ইসলামী সংস্কৃতির সাথে সংশিষ্ট, তার প্রতি ঘৃণা, অবিশ্বাস ও সন্দেহ সৃষ্টিতে প্রয়াসরত আছে।
এর উৎসের সন্ধান করলে সাম্রাজ্যবাদী পশ্চিমা সভ্যতার শিকড়, গড়ন ও চিন্তাধারা বুননের মধ্যে এর সাক্ষাৎ মেলে। সাম্রাজ্যবাদীদের পদলেহনেরও একটা ঐতিহ্য আছে।
এ দেশে ঊনিশ শতাব্দীতে ভাগীরথী নদীর তীরে সাম্রাজ্যবাদীদের ঔরসে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালযের মাধ্যমে যে গোলামদের জন্ম হয়েছিল, তাদের গোলামীর কণ্ঠস্বরই এখনও শুনতে পাই।
দু'শ বছরের পুরানো দাসত্বের শিক্ষা এদের কাছে আধুনিক ও প্রগতিশীল রয়ে গেছে, প্রগতিশীল চিন্তা চেতনা থাক না থাক। সারা দুনিয়া সাম্রাজ্রবাদী শিকলে আবদ্ধ ও পিষ্ঠ হয়ে মুক্তির প্রহর গুণছে এদের কবল হতে বাঁচার জন্য।
ইসলাম ছাড়া সকল আদর্শের সমাপ্তি ঘোষিত হয়েছে, বিকল্প কোন পথ অবশিষ্ট নেই।
বিষয়: বিবিধ
১৫০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন