আমরা পৃথিবীর সৌন্দর্যের দিকেই আকৃষ্ট
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ২৫ জানুয়ারি, ২০১৩, ১০:৪১:৫২ রাত
আমাদের জন্য দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী হলেও শয়তান পৃথিবীটাকে বিভিন্নভাবে আর্কশনীয় ও সুন্দর্য মন্ডিত করে বিভিন্ন চাকচিক্যের দিকে মানুষকে আকৃষ্ট করার মাধ্যমে পথভ্রষ্ট করে। আমরা কোরআনুল করিমে বিভিন্ন জাতির ইতিহাস দেখতে পাই। শয়তান তাদেরকে বিভিন্ন চাকচিক্যের প্রলোবন দেকিয়ে ধ্বংস করেছে।
আদ ও ছামুদ জাতির ধ্বংসের ইতিহাস এর বর্ণনা পাওয়া যায় (সুরা আনকাবুত ৩৮) নং আয়াতে।সাবা জনপদের ইতিহাস জানতে পারি (সুরা নামাল ২৪)নং আয়াতে। সকল যুগে সকল মানুষকে শয়তান দুনিয়ার সৌন্দর্য ও চাকচিক্যের প্রতি আকৃষ্ট করে এবং বিভিন্ন পাপে লিপ্ত করে।
আল্লাহন বলেন, শপত আল্লাহর আমি আপনার পূর্বে বিভিন্ন জাতির নিকট রাসুল প্রেরন করেছি, অতঃপর শয়তান তাদের কর্মসমূহ শোভনীয় করে দেখিয়েছে। আজ সে-ই তাদের অভিভাবক এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। (সুরা নাহল:৬৩)
বদর যুদ্ধের দিনে ইবলিশ শয়তান মানুষের রুপ ধারন করে কাফেরদের কাছে এসে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে উদ্বুদ্ধ করেছিল।
আল্লাহ বলেন, আর যখন সুদৃশ্য করে দিল শয়তান তাদের দৃষ্টিতে তাদের র্কাযকলাপকে এবং বলল যে, আজকের দিনে কোন মানুষেই তোমাদের উপর বিজয়ী হতে পারবে না। আর আমি হলাম তোমাদের সর্মতক। অতঃপর যখন সামনা-সামনি হল উভয় বাহিনী তখন সে অতি দ্রুত পায়ে পেছনে পালিয়ে গেল এবং বলল, আমি তোমাদের সাথে নেই। আমি দেখছি, যা তোমরা দেখছনা;আমি ভয় করি আল্লাহকে। আল্লাহর আযাব অত্যান্ত বড়ই কঠিন।(সরা আনফাল:৪৮)
আর শয়তান আল্লাহর নিকটেই মানুষকে দুনিয়ার জিবনে চাকচিক্যে ফেলে গোমরাহ করার ওয়াদা করেই এসেছিল। সে বলল, হে আমার পালনর্কতা! আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করব। আপনার একনিষ্ট বান্দাদের ব্যতীত। (সুরা হিজর:৩৯-৪০)
যুগে যুগে মানুষ শয়তানের প্রলোবনে পড়ে বহু মূল্যবান সম্পদ সহ ধ্বংস করেছে সাজানো জনপথ। যারাই শয়তানের ধোকায় পড়েছে, তারাই ইতিহাসে কলংখিত হয়েছে। এই শয়তানের হাত থেকে তারাই রক্ষা পায়, যারা আল্লাহকে রব হিসেবে গ্রহন করেছে এবং আল্লাহর রাসুলকে আদর্শ নেতা হিসেবে গ্রহন করে, নিজের বাস্তব জিবনে তার অনুসরন করে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে। আল্লাহ আমাদের কে শয়তানের ধোকা থেকে রক্ষা করুন। আমিন।
বিষয়: বিবিধ
১২৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন