" হাইজ্যাক"
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ২৬ এপ্রিল, ২০১৩, ০১:৪২:৫৪ দুপুর
ওরা হাইজ্যাক করেছে মোদের স্বাধীনতা
বাকশাল দিয়ে গণতন্ত্র হত্যা,
জুলুম নির্যাতন অত্যাচারে বাক রোদ্ধ
ধর্মনিপেক্ষতার নামে বিশ্বাসীদের বিভ্রান্ত।
ওরা হাইজ্যাক করতে চায় ধর্মীয় চেতনা
জাতির ঘাঁড়ে চাপিয়ে দিয়ে ধর্মনিরপেক্ষতা,
ধর্মনিরপেক্ষতা মুক্তি যুদ্ধের চেতনা
ইহা ওদের ডাহা মিথ্যা প্রতারণা।
কোন দফাতেই ছিলনা ধর্মনিরপেক্ষতা
নিজ স্বার্থে ব্যবহার করেছে যতাতথা,
বিসমিল্লাহ সহ কুরআন তেলাওয়াত দ্ধারা
শুরু হয়েছিল স্বাধীন বাংলার পথচলা।
ওরা হাইজ্যাক করেছে মোদের মুক্তিযুদ্ধ
বীর যোদ্ধাদের করেছে কারারোদ্ধ,
দেশটাকে আপন পৈত্রিক সম্পদ ভাবে
রাজাকার আল-বদর ক্ষমতার মসনদে।
মামা মাষী খালা,দাদাবাবুর বাড়িতে
আনন্দ উল্লাসে ছিল একাত্তরে,
বীর মুক্তি যোদ্ধা দ্বাবী স্বাধীন দেশে ফিরে
প্রবাদে আছে বীর প্রতীক মিলে রান্নাঘরে।
গ্রামে গন্জে মাঠে ময়দানে রণে
যুদ্ধ করলো যারা জীবন বাজি রেখে,
শির উঁচিয়ে রাজাকার বলে তাদেরকে
রাজাকারদের নিরাপদ আশ্রয় নিজ গৃহে।
হাইজ্যাক করেছে মোদের স্বাধীনতার দলিল
এদেশে বিশ্বাস করেনা ওপারের দালাল,
ছেড়ে দিয়েছে যোদ্ধাপরাধীদের
আত্মীয় স্বজন বানিয়েছে রাজাকারদের।
রাজাকার নির্মাতা প্রবল ক্ষমতাধর
মোরগী সাফ্লায়্যার শাহরিয়ার বলে ধর-ধর,
ভারত পাকিস্তানীদের খাওয়া খাদ্যে রক্ত মাংস যাদের
তারাই হাইজ্যাক করলো স্বাধীনতা মোদের।।
বিষয়: বিবিধ
১০৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন