জেগে ওঠো মুসলমান
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ২২ এপ্রিল, ২০১৩, ০২:১৩:২৩ দুপুর
জেগে ওঠো মুসিলমান!
আর কত ঝরলে খুন
ভাঙ্গবে তুমার ঘুম?
চিৎকার করে ডাকছে মজলুম।
হায়েনার দল হয়েছে উম্মাদ
তুমার ভাইকে মেরে করছে উল্লাস,
লাশ নিয়ে করছে টানা-টানি
কে খাবে কত খানি?
তবুও কি উঠবেনা তুমি বিছানা ছাড়ি?
ভ্রাতা-পুত্র কন্যার রক্তে রন্জিত ভূবন
ভাঙ্গবেনা কেন তুমার ঘুম?
বদলাতে ঢালো আপন কলিজার খুন।
প্রবাহমান বীরের রক্ত তুমার দেহে
জিহাদের চেতনায় উঠতে হবে জেগে
জালেমদের কালো হাত ভেঙ্গে দিতে,
নির্যাতিত মানুষদের মুক্ত করতে।
শহীদী মরনকে জানাতে স্বাগত
দাড়িয়ে যাও শির করে চির-উন্নত,
পাবে শ্রেষ্ঠ মরনের শ্রেষ্ঠ প্রতিদান
জান্নাত হবে তুমার বাসস্থান।
জান-মালের বিনিময়ে মুসলমান
খরিদ করেছেন আল্লাহ মহান,
জুলুম অত্যাচার নিপীড়ন যেখানে
থাকতে পারেনা তুমি ঘুমিয়ে!
প্রতিবাদ প্রতিরোধ তুলতে হবে গড়ে।
আল্লাহু-আকবার বলে
দাড়িয়ে যাও বীরের বেশে,
দেখবে তখন থাকিয়ে
সকল সয়তান গেছে পালিয়ে।
ভয় করেনা ঈমানদার
জান-মালতো আল্লাহ তা'আলার,
মজলুমের আহাজারীতে বাতাস ভারী
তাদেরকে সহায়তা ঈমানের দাবী।।
বিষয়: বিবিধ
১৬৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন