রাজনীতি ও আমাদের নেতাদের নীতি

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ২১ জানুয়ারি, ২০১৩, ০৬:০৬:২০ সন্ধ্যা

আমাদের নেতারা অনেক সচেতন কারন তারা রাজনীতি করে।রাজনীতি কার জন্য করে? কি দেশ গড়ার জন্য রাজনীতি করে না নিজকে গড়ার জন্য রাজনীতি করে?

নীতির রাজা অর্থাৎ সর্বউৎকৃষ্ঠ নীতিই হল রাজনীতি। যারা এই মহান কাজটি করবে অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিগন, তাদের চরিত্র এবং তাদের চিন্তা চেতনা হবে দেশের জন্য দেশের মানুষের জন্য।

তারা দেশের জন্য ত্যাগ ও কোরবানী দিয়ে দেশকে বিশ্বের দরবারে প্রসংশিত করবে। দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্টা করবে, আমরা কি দেখছি, কি পাচ্ছি? তার পরও আমরা নেতাদের পিচনেই আছি।

জনগণ যা পায় নেতাদের থেকে কোন প্রতিবাদ নেই আমাদের।আমরা বাংলাদেশের নিরিহ জনগণরা নেতাদেন সব কিছুই চোঁখ বুঝেই মেনে নিচ্ছি। নেতাদের কি করার কিছুই ছিল না?

এবং তারা কি করছে? এবং আমাদেরও বা করনিয় কি? আজ ৪১ বৎসর পরও এই জাতির জনগনের ভাগ্যর পরির্বতন হয়নি। ৩০ বছর প্রবাসে থাকার পরও দেশে গিয়ে কি করব চিন্তার শেষনেই।

আমাদের ভাগ্যর পরির্বতন হয়নি কিন্তু নেতাদের ভাগ্য টিকই পরির্বতন হচ্ছে বা হয়েছে।দেশের নাইবা হউক

বিষয়: বিবিধ

১৩১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File