সময় এখন যুদ্ধে যাওয়ার

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ১৩ এপ্রিল, ২০১৩, ০৯:০৬:১৮ রাত

সময় এখন যুদ্ধে যাওয়ার

ছিন্ন কর সকল বাঁধন মায়ার,

নাস্তিক মুনাফিক মুরতাদ স্যাকুলার

হয়েছে উগ্র উম্মাদ বেপরোয়া হিংস্র জানোয়ার।

জ্বালছে আগুন শহর বন্দর গ্রামে

চলছে গুলি মুসলমানদের বুকে,

হায়েনার মত ওরা মারছে থাবা

কেড়ে নিচ্ছে মোদের ভাই বোন মা বাবা।

ওরা আনছে আঘাত ক্রমাগত

মোরা সইবো আর কত?

ওদের প্রানে নেই দয়া মায়া ভালবাসা

হার মানিয়েছে সকল হিংস্রতা।

নীরব থেকে বন্ধুরা থাকবে কোথায়?

ধরে আনবে থাকো যেথায়,

দেহ চোখে পায়ে বাহুতে পরাবে বন্ধন

নল ঠেকিয়ে করবে গুলি চালাবে নির্যাতন।

কাঁদিতে চাইলেও পারবে না কাঁদিতে

চিৎকার করলে ও যাবে না কারো কর্নতে,

তাই আর থেকোনা ভাবনা চিন্তাতে

বেরিয়ে যাও আল্লাহর উপর ভরসা করে।

মজুলুমেরা ডাকছে চিৎকার দিয়ে

পৌছেনা কি তোমার কানে?

হৃদয় দিয়ে অনুভব কর

ঈমানী চেতনায় জেগে ওঠো।

ওরা দিয়েছে আঘাত মোদের কলিজাতে

ধর্ম ঈমান আক্বীদা বিশ্বাসে,

বাদ রাখেনি আল্লাহ রাসুল কাউকে

ওদেরকে ছাড় দেয়া যায়না কোন মতে।

কালেমা শাহাদাতের শপত গ্রহন কর

বাড়ি-ঘর জান-মাল স্বজন ছাড়,

আল্লাহু আকবার মুখে বল

আল্লাহর পথে যুদ্ধে চল।।

বিষয়: বিবিধ

১৩৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File