আবারো সেই আমেরিকা!!
লিখেছেন লিখেছেন ঈগল ৩১ ডিসেম্বর, ২০১৪, ১১:১৬:৫৪ সকাল
হ্যাঁ, সেই আমেরিকাইতো! আহারে, মানবতার ফেরিওয়ালা আমেরিকা। কথার ফুলঝুরি ছড়িয়ে দেওয়া মানবতার পক্ষের এক মহীরুহ আমেরিকা! কোনটি সত্য কোনটি মিথ্যা, কোনটি রাত, কোনটি দিন জানতে সেই মহীরুহের দিকে চাতক পাখির মত তাকিয়ে থাকে বিশ্ববাসী।
হায়! মুসলিমরা তাদের চোখও হারিয়ে ফেলেছে, সেই মহীরুহের চোখ দিয়েই তারা শুনে, ঐ মহীরুহের মুখ দিয়েই তারা বলে।কিছু শাসকগোষ্ঠী সেই মহীরুহের বদাণ্যতায় জীবটাকে জান্নাতের মত সাজিয়ে নিতে চেষ্টা করলেও কিছু মুসলিম ভূখন্ডে এখনও কালো মেঘের ঘনঘটা। হে প্রতিপালক, মুক্তি কত দূরে!
নির্যাতীত মুসলিম জনপদগুলির এক অনন্য নাম ফিলিস্তিন। কখনো মনে হয়েছে এই বুঝি ফিলিস্তিনের আকাশে মুক্ত পাখি উড়ল বলে। কিন্তু, সে আশাই গুঁড়েবালি। ফিলিস্তিনের ভাগ্যের আকাশে প্রায় অর্ধশতক বছরের অধিক সময় ধরে মুক্ত পাখিরা উড়ে নি।
রক্তস্মাত ফিলিস্তিনীদের স্বাধিনতার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু সম্ভাবনা সম্ভবনাই থেকে গেলো। খেলোয়াড় সেই একজনই। সাত সমুদ্র তের নদীর ওপারের ঐ আমেরিকা।
বিষয়: বিবিধ
১৪৩০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শালাদের কাজই হইছে এই একটা - ইসরায়েলের বিপক্ষে যায় এমন যে কোন কিছুতে তারা ভেটো মারবেই ।
নিরাপত্তা পরিষদের স্থায়ী রাষ্ট্র গুলোর যে কোন একটা ভিটো দিলেই আর বিল পাশ হয় না ।
জাতি সংঘই এজন্য দায়ী । এরা আমেরিকার ও ইসরায়েলের পক্ষেই সবসময় কাজ করে অনৈতিক হওয়া সত্ত্বেও।
শালাদের কাজই হইছে এই একটা - ইসরায়েলের বিপক্ষে যায় এমন যে কোন কিছুতে তারা ভেটো মারবেই ।
মন্তব্য করতে লগইন করুন