বিডি মনিটর কর্তৃপক্ষকেও মহান আল্লাহর কাছে জবাবদীহি করতে হবে

লিখেছেন লিখেছেন ঈগল ২৯ ডিসেম্বর, ২০১৪, ০৭:০০:০৩ সন্ধ্যা

আল্লাহর সামনে দাঁড়াতেই হবে। এর থেকে মুক্তির কোন পথ নেই। যা করছেন, বলছেন এবং প্রচার করছেন তার জন্যও আপনাকে জবাব দিতে হবে। ভাল কিছুর জন্য ভালো এবং খারাপের জন্য ভয়াবহ আযাব অপেক্ষা করছে। এই প্রসঙ্গে অসংখ্য আয়াত ও সহীহ হাদিস রয়েছে।

আমি আপনি সবাই মহান আল্লার সম্মুখে হাজির হবো।

নিশ্চিতভাবেই জেনে রাখুন সেদিন আমাদের অন্তর আত্মা শূণ্য হয়ে যাবে।


আজকে যারা মিডিয়ার মালিক তারা কত সুন্দরভাবে মুসলিম উম্মাহর সত্যিকার বীরদের ব্যাপারে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে কিন্তু হাশরের পরিণতি নিয়ে একবারও ভাবছে না।

বিডি মনিটর প্রসঙ্গ

বিডি মনিটরের মূল পেজে মতামত বিভাগে জাহিদ হাসান নামক একজন ফেসবুকারের লিখা প্রচার করছে। অথচ, ঐ লিখাটি মারাত্মক বিভ্রান্তিকর এবং মিথ্যা প্রচারণায় পূর্ণ। ঐ লিখা দাবি করা হয়েছে 'যারা তাদেরকে ইসলামের রক্ষাকারী এবং শরিয়াহ এর জ্ঞানে টইটম্বুর মনে করেন তাদের হয়ত জানা নেই যে তালেবানরা আফিম চাষি এবং হেরোইন রপ্তানিকারকদের কাছ থেকে কয়েক স্তরে ট্যাক্স আদায় করে। জেনে শুনেই করে যে এটা আফিম বা হেরোইন রপ্তানির ট্যাক্স।'

কি জঘন্য মিথ্যাচার। তালিবান ক্ষমতায় আসার পর আফিম চাষ সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। এটাই সত্য। লিখনী প্রকাশনি কর্তৃক প্রকাশিত মোল্লা আব্দুর সালাম জাইফের (যিনি পাকিস্তানে তালেবান রাষ্ট্রদূত ছিলেন কিন্তু দূতদের মর্যাদাকে ভূলণ্ঠিত করে বিশ্বাসঘাতক পাকিস্তান সরকার তাঁকে অপহরণ করে আমেরিকার হাতে তুলে দেয়) আত্মজীবনীতে ১৪৯ পৃষ্ঠায় লিখা হয়েছে ' অথচ তালেবান সরকার এ যুগে থাকা সত্ত্বেও খুব সফলভাবে মদ ও হেরোইন উৎপাদ বন্ধ করতে সক্ষম হয়েছে।'

এখন আপনি কোন বিশ্বাস করবেন? এবং কোনটা প্রচার করবেন?

হায় মুসলিম যুব সমাজ, তুমি ইসলামকে পছন্দ কর কিন্তু তুমি ঘুমাতে যাও বিবিসি, সিএনএন সংবাদ দেখে আবার ঘুম থেকে জেগে উঠেই অন কর বিবিসি, সিএনএন! তোমার এই যখন অবস্থা তখন পাশ্চাত্যের প্রতি তোমার ভালবাসা বৃদ্ধি পাবেই এবং মুসলিম মুজহিদরা হয়ে উঠবে ঘৃণার পাত্র।

আল্লাহর ধরা থেকে তুমিও বাঁচবে না এবং প্রচারকারীরাও বাঁচবে না।

বিডি মনিটরকে বলছি, তালেবানদের বিরুদ্ধে কেউ কিছু লিখলেই সেটা প্রচার করতে হবে এই নীতি সঠিক নয়। প্লিজ আল্লাহকে ভয় করুন।

আল্লহ আমাদের হেফাজত করুন।

বিষয়: বিবিধ

১৭৮৬ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297923
২৯ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
নিউজ ওয়াচ লিখেছেন : ঐ লেখা প্রকাশের জন্য আসুন, বিডিটুডের সম্পাদকের দোররা মারি
297929
২৯ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
অবাক মুসাফীর লিখেছেন : Vartual islamist everywhere ...
297989
৩০ ডিসেম্বর ২০১৪ রাত ১২:৩৫
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
298071
৩০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:০৬
ইয়াফি লিখেছেন : যেটা বলেন সেটা বিশ্বাস করেন কিনা? কারণ বিভ্রান্তিকর তথ্য ও অপবাদ দেয়ার ক্ষেত্রে আপনারা ক্বওমী ঘরানার লোকরাও কম নয়। আপনাদের সমমনা ব্লগারদের লেখনীর সর্বাপেক্ষা বিযয়বস্তু কি একটু যাচাই করে দেখুন। পাকিস্তানের তেহরিকে তালেবানদের সাম্প্রতিক হামলাকে কে না নিন্দা করেছে? আফগানিস্তানের আসল তালেবান, পাকিস্তানের জামায়াতে ইসলামীসহ সব ইসলামী সংগঠন, আল কায়েদার দক্ষিণ এশীয় শাখা এবং বাংলাদেশের ক্বওমী মাদ্রাসা ভিত্তিক বহুল পরিচিত ইসলামী সংগঠন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী ও মহাসচিব আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী!
298075
৩০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:১৫
নোমান২৯ লিখেছেন : মিডিয়া আষ্টেপিষ্টে ধরেছে সবাইকে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File