থেম না, চলতে থাক স্বপ্নগুলি বাস্তবায়নের পথে

লিখেছেন লিখেছেন ঈগল ১৫ নভেম্বর, ২০১৪, ০৪:৫৭:৪৭ বিকাল

প্রিয় মুসলিম ভাই,

তুমি আর কতদিন পার্থিব জীবন নিয়ে সন্তুষ্ট থাকবে, কত দিন তুমি দুনিয়ার পিছনে ঘুরলে মনে করবে তোমার থামার সময় হয়েছে?

তুমি স্বপ্ন দেখ বাড়ি গাড়ির, বিলাস বহুল জীবনের! কিন্তু কখনও কি ভেবে দেখেছ, তোমার মধ্যে রুপান্তর ঘটে চলেছে এবং শেষ পরিণাম মৃত্যু! হ্যাঁ ভাই, এটাই সত্য, তোমাকে মরতেই হবে, জবাবদীহীতার মুখোমুখী হতেই হবে। হায়, তুমি যদি প্রস্তুত হতে!

হে প্রিয় দ্বীনী ভাই,

তুমি তোমার স্বপ্নগুলিকে ছোট করে দেখ না। প্লিজ, তোমার স্বপ্নকে বিস্তৃত হতে দাও। তুমি স্বপ্ন দেখ ভ্যাটিকান সিটির রহস্যকে প্রকাশ করা, স্বপ্ন দেখ মুক্ত বায়তুল মোকাদ্দাসে দুই রাকাত সলাত আদায়ের। হ্যাঁ ভাই, তোমার স্বপ্নগুলি এই রকমই হওয়া উচিত। তথাকথিত মুসলিমদের মত নয়, যারা সপ্ন দেখে শুধু নিজেকে নিয়ে, বৈশ্বিক বিষয়ে।

মৃত্যু ঘটবেই, তখন শুধু কেন নিজেকে নিেয়ে ব্যস্ত থাকবে? এটা কি বুদ্ধমানের কাজ! সংক্ষিপ্ত এই জীবনে বিশাল কাজ পড়ে আছে। অতএব হে পথিক, সামনে চল, স্বপ্নগুলি বাস্তবায়নের পথে।

বিষয়: বিবিধ

১১৩৭ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

284473
১৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:১১
প্রবাসী মজুমদার লিখেছেন : হাজারো টিভি নাটক, বাস্তব জীবনের ঝামেলা চুকিয়ে নামাজে দাড়ালে মনে হয় সব সিনেমা একসাথে চোখের পর্দার উপর শুরু হয়েছে। এক সময় ঘরের চাল বিক্রী করে বাজার করা হত। এখন সবই কিনতে হয়। প্রতিযোগীতার এ বাজারে সব পথ বন্ধ করে ইসলামে টিকে থাকা বড় কঠিন। আর সে কঠিন কাজটাই নিজের সাথে বুঝে করতে পারেনা জগতবাসীদের অনেকেই। তারপরও আবার স্মরণ করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।
১৫ নভেম্বর ২০১৪ রাত ০৮:৪৯
227737
ঈগল লিখেছেন : আপনাদের মত নিয়মিত ব্লগার যখন আমার মত অনিয়মিত ব্লগারের ব্লগে দৃষ্টির পরশ বুলিয়ে দেয় তখন, সত্যিই নিজেকে ভাগ্যবান মনে হয়।
১৫ নভেম্বর ২০১৪ রাত ০৯:১৪
227755
প্রবাসী মজুমদার লিখেছেন : ওমাগো মা। কি কয় ভাইজান। ধন্যবাদ।
284479
১৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:২৯
সন্ধাতারা লিখেছেন : Unique writing vaiya. Jajakallahu khair.
১৫ নভেম্বর ২০১৪ রাত ০৮:৫১
227738
ঈগল লিখেছেন : ওয়া আনতুম ফাজাযাকুমুল্লাহ খায়রান।
284487
১৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:৫৯
মামুন লিখেছেন : মৃত্যু ঘটবেই, তখন শুধু কেন নিজেকে নিেয়ে ব্যস্ত থাকবে? এটা কি বুদ্ধমানের কাজ! সংক্ষিপ্ত এই জীবনে বিশাল কাজ পড়ে আছে। অতএব হে পথিক, সামনে চল, স্বপ্নগুলি বাস্তবায়নের পথে। - কঠিন লিখেছেন। জাজাকাল্লাহু খাইর।
Thumbs Up Thumbs Up Thumbs Up
১৫ নভেম্বর ২০১৪ রাত ০৮:৫৩
227740
ঈগল লিখেছেন : ওয়া আনতুম ফাজাযাকুমুল্লাহ খায়রান।
284510
১৫ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
এ,এস,ওসমান লিখেছেন : ভালো লাগলো
১৫ নভেম্বর ২০১৪ রাত ০৮:৫৭
227741
ঈগল লিখেছেন : অনেকের অনেক কিছুই ভালো লাগে,কিন্তু নিজের জীবনে বাস্তবায়ন করে ক'জন? তাই, হে প্রিয় মুসলিম ভাইটি আমার, কেন এত দ্বিধা দ্বন্দ্ব? সব মুছে ফেলে চল যাই স্বপ্নগুলি বাস্তবায়নের পথে। তুমি কি দেখ না, ডাকছে তোমায় আল-আকসা।
284555
১৫ নভেম্বর ২০১৪ রাত ০৮:৫৮
ফেরারী মন লিখেছেন : ভালো লাগলো সুন্দর লেখনীটা । আমাদেরকে তো একসময় যেতেই হবে। তাই এই অল্প সময়ের মধ্যেই যা আয় করার তা করে নিতে হবে।
284648
১৬ নভেম্বর ২০১৪ রাত ০৪:২৪
কাহাফ লিখেছেন :
অত্যন্ত দরদী ভাষায় আবেগময় এই উপস্হাপনা অনুভূতি কে নাড়িয়ে গেল!
অনেক ধন্যবাদ ও জাযাকুমুল্লাহু খাইরান জানাচ্ছি!! Thumbs Up Thumbs Up Loser Loser
284721
১৬ নভেম্বর ২০১৪ সকাল ১১:৩২
এস এম আবু নাছের লিখেছেন : বাস্তব সত্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File