থেম না, চলতে থাক স্বপ্নগুলি বাস্তবায়নের পথে
লিখেছেন লিখেছেন ঈগল ১৫ নভেম্বর, ২০১৪, ০৪:৫৭:৪৭ বিকাল
প্রিয় মুসলিম ভাই,
তুমি আর কতদিন পার্থিব জীবন নিয়ে সন্তুষ্ট থাকবে, কত দিন তুমি দুনিয়ার পিছনে ঘুরলে মনে করবে তোমার থামার সময় হয়েছে?
তুমি স্বপ্ন দেখ বাড়ি গাড়ির, বিলাস বহুল জীবনের! কিন্তু কখনও কি ভেবে দেখেছ, তোমার মধ্যে রুপান্তর ঘটে চলেছে এবং শেষ পরিণাম মৃত্যু! হ্যাঁ ভাই, এটাই সত্য, তোমাকে মরতেই হবে, জবাবদীহীতার মুখোমুখী হতেই হবে। হায়, তুমি যদি প্রস্তুত হতে!
হে প্রিয় দ্বীনী ভাই,
তুমি তোমার স্বপ্নগুলিকে ছোট করে দেখ না। প্লিজ, তোমার স্বপ্নকে বিস্তৃত হতে দাও। তুমি স্বপ্ন দেখ ভ্যাটিকান সিটির রহস্যকে প্রকাশ করা, স্বপ্ন দেখ মুক্ত বায়তুল মোকাদ্দাসে দুই রাকাত সলাত আদায়ের। হ্যাঁ ভাই, তোমার স্বপ্নগুলি এই রকমই হওয়া উচিত। তথাকথিত মুসলিমদের মত নয়, যারা সপ্ন দেখে শুধু নিজেকে নিয়ে, বৈশ্বিক বিষয়ে।
মৃত্যু ঘটবেই, তখন শুধু কেন নিজেকে নিেয়ে ব্যস্ত থাকবে? এটা কি বুদ্ধমানের কাজ! সংক্ষিপ্ত এই জীবনে বিশাল কাজ পড়ে আছে। অতএব হে পথিক, সামনে চল, স্বপ্নগুলি বাস্তবায়নের পথে।
বিষয়: বিবিধ
১১২১ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অত্যন্ত দরদী ভাষায় আবেগময় এই উপস্হাপনা অনুভূতি কে নাড়িয়ে গেল!
অনেক ধন্যবাদ ও জাযাকুমুল্লাহু খাইরান জানাচ্ছি!!
মন্তব্য করতে লগইন করুন