মুসলিম জাতির মানসিক গোলামীর নিচুতা!!
লিখেছেন লিখেছেন ঈগল ২২ জুলাই, ২০১৪, ০২:২৭:৩৩ রাত
কষ্টের সীমা নাই, কিন্তু উপায়ও নাই। ফিলিস্তিন ইস্যুতে আমরা মুসলিম জাতি মারাত্মক হাস্যকর কাপুরুষ জাতিতে পরিণত হয়েছি। ইসরাঈলের বিরুদ্ধে মুসলিম মানসিকতার চিত্র দেখলে সত্যিই হাসি পাই।
কেউ বলছে, এসো পণ্য বর্জন করি।
কেউ বলছে, এসো মিজিল করি।
কেউ বলছে, এসো মানবন্ধন করি।
কেউ বলছে, এসো কবিতা পাঠ করি।
কেউ বলছে, এসো দোয়া করি।
ভালো করে ভেবে দেখুন, মুসলিমদের মধ্যে পরাজিত মানসিকতা কত ভয়াবহ আকার ধারণ করেছে। সব কিছুকেই আমরা পাশ্চাত্যের চোখ দিয়ে দেখছি! হায় মুসলিম, তোমার জ্ঞান কত নিচে নেমে গেছে। মুসলিমদের মানসিক গোলামী কত হীন হতে পারে এই ফিলিস্তিন তার সবচাইতে বড় প্রমান।
অথচ, এহেন পরিস্থিতি হামাসের দরকার সৈন্য, অস্ত্র। এখন দরকার আল্লাহর আদেশ বাস্তবায়নে ঐ দূর্বল মানুষদের জন্য জিহাদে শরীক হবার। জিহাদে যাবার জন্য চেষ্টা করার। মুসলিমদেরকে ক্বিতালে জন্য উদ্বুদ্ধ করার।
কবিতা পাঠের আসর থেকে জিহাদে শরিক হওয়ার আকাঙ্খা ব্যক্ত করা হচ্ছে না, সমাবেশে ক্বিতালে জন্য উৎসাহীত করা হচ্ছে না। এর চাইতে হাস্যকর নিচু মানসিকতার গোলামী আর কাকে বলে!
বিষয়: বিবিধ
১০৭৯ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কোন পত্রিকায় যেন ছবিসহ দেখলাম – ছবির হাটে ৪/৫ জন গীটার, বেহালা, আরও কি কি জানি হাতে গান পরিবেশন করে এর প্রতিবাদ জানাচ্ছে!
ইরশাদ হলো-বরং সেদিন সংখ্যায় তোমরা অনেক বেশি, অনেকটা প্রবাহমান পানির ফেনার মতো (পরিমাণে অধিক অথচ অন্ত:সারশূন্য) থাকবে।আল্লাহ তা'আলা তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রতি ভয়-ভীতি তুলে দিবেন (তারা তোমাদের খুবই নগণ্য ভাববে)। আর তোমাদের অন্তরে 'ওয়াহান-বা দুর্বলতা' সৃষ্টি করে দিবেন। জনৈক প্রশ্নকর্তা জানতে চাইলেন-'ওয়াহান' কি? ইরশাদ হলো-দুনিয়ার মোহ এবং মৃত্যুভীতি।
-আবু দাঊদ ৪২৯৭
মন্তব্য করতে লগইন করুন