জয় মামা 'জিন্দাবাদ'
লিখেছেন লিখেছেন ঈগল ১১ জুলাই, ২০১৪, ১১:১৪:৫৯ রাত
(আমি কি পাকিস্তান চলে যাব?)
জয় মামা কি পাগলা হইছেন?
'যারা উর্দু ভাষায় জিন্দাবাদ স্লোগান দেন, তাদের উচিত পাকিস্তানে চলে যাওয়া।'- ফতোয়ায়ে জয় মামা
জয় মামারে প্রশ্ন- 'আওয়াম' শব্দটি কি বাংলা? 'লীগ' শব্দটি কোন ভাষার শব্দ?
যদি বাংলা হয় তো ভাল, কিন্তু যদি বাংলা না হয়, তাহলে মামা আপনাকে কোথায় পাঠানো উচিত?
==================
জয়া বাংলা ভালো নাকি বাংলাদেশ জিন্দাবাদ?
জয় মামারে প্রশ্ন-
জয় বাংলা বলতে আপনি কি বুঝাচ্ছেন? আসাম, কলকাতা, নাকি বাংলাদেশ? 'বাংলা' কি শুধু বাংলাদেশেই আছে?
মামা যদি 'জয় বাংলাদেশ' বলতেন তাও হয়ত মামার পক্ষ নিয়া কিছুটা তর্ক করা সম্ভব হইত, কিন্তু মামা যেভাবে ভাষা জ্ঞান দিতেছেন তাতে মুর্খ আওয়ামী লীগও বুঝি লজ্জা পাবে। মামা কি ডুবন্ত আওয়ামী লীগকে কবর চাইছেন!
সব মিলিয়ে 'বাংলাদেশ জিন্দাবাদ'ই সেরা। বাংলাদেশ শব্দটিতে নিজেকে স্বাধীন স্বাধীন লাগে (যদিও এখনও স্বাধীন নই)।
মজার ব্যাপার হচ্ছে- মামাতো পরবাসী! বিয়ে করেছেন পরধর্মী নারীকে, বাস করছেন পরদেশে, দুই ঈদে মামা দেশে থাকেন না, নিজ ধর্ম পালনে মামার খুবই লজ্জা লাগে। এই যখন মামার অবস্থা তখন বাংলাদেশকে মামা মেনে নিবে কেন?
বিষয়: বিবিধ
১৯৭৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
.......জজের উকিল।
যত্র তত্রসব খানে,
ঘটে কি তার আছে কিছু
আল্লাহ তালাই ঠিক জানে৷
মন্তব্য করতে লগইন করুন