জামায়াতের কৌশলে পরাজিত আওয়ামী লীগ
লিখেছেন লিখেছেন ঈগল ২৪ জুন, ২০১৪, ১১:১৭:০৯ রাত
ঢাকা গিয়েছিলাম। ব্যস্ত দিন পার হয়েছে। তিনটা পর্যন্ত জানতে পারি নি নিজামী সাহেবের খবর। ধরেই নিয়েছিলাম ফাঁসি। ঢাকা এক অদ্ভুত শহর! এদেশে এতবড় একটি ঘটনা ঘটতে চলেছে কিন্তু কাররই কোন মাথা ব্যথা নেই!
প্রায় তিনটার সময় মোবাইলের কল্যাণে জানতে পারলাম রায় স্থগিত!!! ভিষণ অবাক হলাম। বাসে বসে চিন্তা করলাম কি কারণে রায় স্থগতি হতে পারে?
তার একটি উত্তর তৈরি করেছি।
ইতিপূর্বে দেখা গেছে, রায়ের দিন জামায়াত হরতাল ডেকেছে। কিন্তু এবার তার ব্যতিক্রম। জামায়াতের শীর্ষ নেতার রায় কিন্তু জামায়াত শিবির নির্বিকার। কিন্তু কেন? সম্ভবত, সুষশমাই এর কারণ। আওয়ামী লীগ চেয়েছিল নিজামির রায়কে কেন্দ্র করে জামায়াত হরতাল ডাকুক, দেশ আবার কয়েক দিনের জন্য সহিংস হয়ে যাক।
মূলত জামায়াত শিবিরের জঙ্গীয় তান্ডব সুষশা ম্যাডামকে দেখাতে চেয়েছিল আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগকে বোকা বানিয়ে দিল জাময়াত। আওয়ামী লীগের পাতানো ফাঁদে পা দেয় নি দলটি। জামায়াতি কৌশলের কাছে চূড়ান্ত পরাজয় ঘটল আওয়ামী লীগে।
ভয়ে ভীত আওয়ামী লীগ আর রিস্ক নিতে চাই নি। না জানি রায় দিয়ে দিলে জামায়াত হয়ত একেবারেই চুপ হয়ে যেতে পারে। নিতে পারে ভিন্ন কোন পদক্ষেপ। তাই কৌশলে পরাজিত আওয়ামী লীগ রায়কেই স্থগতি করে দিল!
===================================
কেউ কেউ বলছে ভিন্ন কথা- জামায়াতের সাথে নাকি আওয়ামী লীগের আঁতাত হয়েছে। তবে, আমি এখনও তা বিশ্বাস করতে পারছি না।
বিষয়: বিবিধ
১৪৬৩ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে নিজেদের দিয়ে শুরু করেছে।
যারা মানুসকে সবার সামনে ইজ্জত লুটিয়ে দেয় তারা কি না করতে পারে।
মন্তব্য করতে লগইন করুন