দ্বীন ক্বায়েমের কর্মীদের দৈন্যদশা
লিখেছেন লিখেছেন ঈগল ০৩ জুন, ২০১৪, ১১:৫১:১৪ সকাল
জামাআত শিবিরের বিরোধীতা করে লিখলে দেওবন্দী ও বেদআতপন্থীরা বেজায় খুশি হয়। পারলে লেখককে তারা পীর বানিয়ে ফেলে আর কি
আবার কেউ যদি দেওববন্দীদের বিশেষ করে বর্তমান সময়ের আলোচিত নেতা আল্লামা আহমাদ শফি (দা.বা) এর সমালোচনা করে লিখে তাহলে তার রক্ষা নাই। এদের অবস্থা দেখলে মনে হবে আল্লামা আহমাদ শফি (দা.বা) যেন এদের নবী (নাউযুবিল্লাহ)। এরা ভুলে যায় নাবী আলাইহি সাল্লামগণ ছাড়া কেউ ভুলের ঊদ্ধে নয়।
অন্যদিকে দেওবন্দী পন্থীদের বিরুদ্ধে লিখলে জামাআত শিবির কর্মীরা মহা খুশি হয়। এমনকি বাংলাদেশের প্রিন্ট ও ইলেকট্রিক মিয়িডিয়ার প্রতি এদের অনাস্থা থাকলেও যখন এই মিডিয়াগুলি আল্লামা শফি (দা.বা) এর বিরুদ্ধে লিখে তখন তারা এই সংবাদগুলিও লুফে নেয়। ফেসবুক ও ব্লগে আল্লামা শফীর চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে।
এই হচ্ছে আমাদের অবস্থা!!!
বিষয়: বিবিধ
৮৯৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি এখানে কোন ব্যক্তি বা গোষ্টী বা কোন দলীয় দৃষ্টিভঙ্গী থেকে এসব কথা বলছি না। আমাদের সবারই উচিত আমাদের ভাব/প্রকাশভঙ্গীতে যেন আল্লাহর রাসুলের (সা) সুন্নাতকে বিসর্জন না দিই।
মন্তব্য করতে লগইন করুন