আসুন আমরা মহান রবের ইবাদত করি

লিখেছেন লিখেছেন ঈগল ২০ এপ্রিল, ২০১৪, ০১:৫১:৩১ রাত



একদিন আমাকে মরতেই হবে। কিন্তু আশ্চার্য লাগে, এটা জানার পরও কেন আমি মৃত্যুর প্রস্তুতি নিচ্ছি না। আল্লাহু আকবার! যে মহান রব আমাকের জীবিত রেখেছেন, আমার খাদ্যের ব্যবস্থা করেছেন সেই মহান রবের সম্মান রক্ষা না করে কিভাবে আমি করবে যাব! সেদিন আমার কি হবে যেদিন আমি আমার মহান রবের সামনে উপস্থিত হবো! হায়! এখনও কি আমি আমার মহান রবের ইবাদতে নিজেকে মশগুল করবো না!

হে আমার প্রতিপালক, আপনার দয়া ছাড়া কেউই আমলে সালেহ করতে পারে না। আপনার দয়া ছাড়া কেউ দ্বীনের উপর অটল থাকতে পারে না। ইয়া রহমান, আপনি আমাদের উপর দয়া করুন। ইয়া রব, আমাদেরকে আপনার করুণার শীতল ছায়াই আশ্রয় দিন। আমিন।।

বিষয়: বিবিধ

১০১৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

210429
২০ এপ্রিল ২০১৪ রাত ০২:০২
মাটিরলাঠি লিখেছেন : ইয়া আল্লাহ্‌, আমরা জানার বিষয়ে অনেক এগিয়ে, কিন্তু আমলে অনেক পিছিয়ে, ইয়া আল্লাহ্‌ আমাদের দয়া করুন, সাহায্য করুন, ক্ষমা করুন। আ-মী-ন।
210432
২০ এপ্রিল ২০১৪ রাত ০২:০৫
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : মরার ভয় দেখিয়ে মানুষ পটানোর ধান্ধা?
210446
২০ এপ্রিল ২০১৪ রাত ০২:৪৬
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
210486
২০ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৫৫
নূর আল আমিন লিখেছেন : তোমার অনিচ্ছা সত্যেও তোমাকে মরতে হবে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File