ওরা নাস্তিক নয় মূর্খ, মহা মূর্খ কিংবা বাচ্চাদের মত সরল

লিখেছেন লিখেছেন ঈগল ১৩ এপ্রিল, ২০১৪, ০২:৩৯:৪০ দুপুর

স্রষ্টাকে কে সৃষ্টি করেছে?

নাস্তিকদের এক বিভ্রান্তিকর প্রশ্ন।

আমরা বলি, সষ্ট্রা সৃষ্ট নয়।

নাস্তিকরা বলে স্রষ্টাকে কে সৃষ্টি করেছে?

আসলে নাস্তিরা শিক্ষিত নয়, ওরা মূর্খ। ওরা এতই মূর্খ যে 'সষ্ট্রা'র সংগা পর্যন্ত জানে না।

ঐ মূর্খরা এটা বুঝতে পারছে না যে, স্রষ্টাকে যদি কেউ সৃষ্টি করেই থাকবে তাহলে তিনি স্রষ্টা হলেন কেমনে! কেউ যদি কিছু সৃষ্টি করে থাকে তাহলে তিনি স্রষ্টা। যিনি সৃষ্টি হয়েছেন তিনি কখনই স্রষ্টা হতে পারেন না।


সামান্য এই জ্ঞানটুকুই নাস্তিকদের নাই!!

মজার ব্যাপার হচ্ছে, নাস্তিকরা প্রশ্ন করতেও জানে না!!

ওরা প্রশ্ন করতে পারতো

স্রষ্টার অস্তিত্বের প্রমাণ দাও?

আল্লাহই যে তোমাদের স্রষ্টা প্রমাণ দাও?

আল্লাহ অবস্থান কোথায়?

আমি কেন একজন স্রষ্টাতে বিশ্বাস করবো?

কিন্তু

না

তারা বাচ্চাদের মত প্রশ্ন করে

স্রষ্টাকে কে সৃষ্টি করেছে?

বিষয়: বিবিধ

১০৯২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

207080
১৩ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১১
শফিউর রহমান লিখেছেন : কারণ তাদের চিন্তা তারা যা দেখে তার বাইরে যেতে পারে না। আর যা দেখে, তাও তারা ভাল করে দেখতে জানে না।
জ্বি, তারা মূর্খ! অতি মূর্খ!!
১৩ এপ্রিল ২০১৪ রাত ১০:৫৫
155925
ঈগল লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য (~~)
207084
১৩ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১৮
মাটিরলাঠি লিখেছেন : আল্লাহ'র কোন শুরু নাই, তাঁর কোন শেষও নাই, তাই তাঁর কোন ক্রিয়েটরেরও দরকার নাই।
১৩ এপ্রিল ২০১৪ রাত ১০:৫৬
155926
ঈগল লিখেছেন : মহান আল্লাহ আমাদের এর উপর অটল রাখুন।
207160
১৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪০
শুভ্র আহমেদ লিখেছেন : আমি বলি, বাচ্চাদের একটা বয়স আছে, খালি কেনো কেনো, করে।

যেমন, বাচ্চা: বাবা ওটা কি?

বাবা: মুরগী।

বাচ্চা : মুরগী কি?

বাবা : একটা প্রানী।

বাচ্চা : প্রানী কি?

বাবা : যার প্রান আছে।

বাচ্চা : প্রান কি?

এরকম প্রশ্নই প্রশ্ন।

১৩ এপ্রিল ২০১৪ রাত ১০:৫৬
155927
ঈগল লিখেছেন : ঠিক।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File