নিয়ন্ত্রণের নাম যদি 'মুক্তমত' হয় তাহলে সেই মুক্তমত চাই না

লিখেছেন লিখেছেন ঈগল ২১ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:৪৩:২২ সকাল

অশ্লীলতা এবং ধর্মীয় অবমাননা ছাড়া কোন 'সৃজনশীল' লিখা নিয়ন্ত্রণের পক্ষে নই। ব্লগার তার নিজের মত প্রকাশ করবে, কোন ব্লগার যদি পোস্টের সাথে দ্বিমত পোষণ করে তাহলে তারা যুক্তি দিয়ে তা খন্ডন করবে। এভাবেই সৃষ্টি হবে সৃজনশীল সাহিত্য, তার্কিক, হকপন্থি আলেম ওলামা, কবি-কবিতা।

এখন আপনি যদি, কারও কোন 'সৃজনশীল' পোষ্ট নীতিমালার অধীনে নিয়ে আসেন তাহলে 'সৃজনশীল' মানুষের বিকাশ ঘটবে না, ঘটবে বন্ধককৃত মস্তিস্কের বিকাশ যা আমাদের কাম্য নয়।


তবে,

সম্পাদক যদি সত্যিই কোন পোষ্টকে 'মারাত্মক' ক্ষতিকর হিসেবে চিহ্নিত করেন তাহলে সেই পোস্ট দাতাকে নিষিদ্ধ না করে তার পোস্ট প্রথম পাতা থেকে সরিয়ে নিতে পারেন। এটাও যদি সম্ভব না হয় তাহলে পোস্টটি ড্রাফটে পাঠিয়ে দিতে হবে এবং লেখককে বার্তা দিতে হবে যে, এই পোস্টটি প্রকাশ যোগ্য নয়। ভালো হয় কোন অংশটি প্রকাশ যোগ্য নয় তাহা চিহ্নিত করে দেওয়া।

আশা করছি ব্লগারগণ আমার সাথে একমত পোষণ করবেন।

বিষয়: বিবিধ

১০৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File