আল্যার সৈনিক, ইন্নালিল্যাহি.......
লিখেছেন লিখেছেন ঈগল ১৩ জানুয়ারি, ২০১৪, ১০:৫০:০৬ সকাল
হেডিং শব্দ চয়নে যমুনার চরের পোস্ট থেকে সংগৃহীত। কিন্তু অদ্ভুত ব্যাপার, যমুনার চর যেন মডুর বিশেষ আশির্বাদপুষ্ট। এই মানুষটি এত বড় আস্পর্ধা দেখানোর পরও তার পোষ্টটি বহাল তবিয়তেই প্রথম পাতার শোভাকে ম্লান করছে। যমুনার চর একের পর এক মুসলিম সংস্কৃতি ও ইসলাম ধর্মমের অবমাননা মূলক পোষ্ট দিয়ে চলেছে, কিন্তু মডু নির্বিকার। যমুনার চরের ব্লগ ঘুরে এসে মনে হয়েছে এ যেন এক পিয়ালা মধুুুুর পাত্রে এক ফোটা হেমলক। যেমনটি প্রথম আলো করে থাকে। তাহলে কি স্বয় 'বিটি টু মোরো'ই ঐ চক্রটির সাথে জরিত যারা বাংলাদেশে নাস্তিকতার আমদানী করে দেশকে অস্থিতিশীল করে তুলতে চাই!
আর এর পাঠকও যেন অতিমাত্রায় ধর্মনিরপেক্ষ সাজার চেষ্টা করছে!! পাঠকদের প্রতি বিশেষ অনুরোধ, নাস্তিকদের শায়েস্তা করার জন্য আল্লামা শফি (দা.বা) সাহেবের উপর সব কিছু ছেড়ে দেওয়া ইনসাফ হবে না। অনুগ্রহ করে আপনারও যমুনার চর চক্রের বিরুদ্ধে এই ব্লগে সম্মিলিত প্রতিবাদ শুরু করুন। ইনশাল্লাহ আমরা মডুকে যমুনার চর গংয়ের ব্যাপারে কিছু পদক্ষেপ নিতে বাধ্য করতে পারবো।
সম্মাণিত সম্পাদক সাহেবের প্রতি অনুরোধ, কতিপয় মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে দয়া করে আল্লাহর অন্তুষ্টির কারণ হবেন না।
বিষয়: বিবিধ
১২৩১ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন