আল্যার সৈনিক, ইন্নালিল্যাহি.......

লিখেছেন লিখেছেন ঈগল ১৩ জানুয়ারি, ২০১৪, ১০:৫০:০৬ সকাল

হেডিং শব্দ চয়নে যমুনার চরের পোস্ট থেকে সংগৃহীত। কিন্তু অদ্ভুত ব্যাপার, যমুনার চর যেন মডুর বিশেষ আশির্বাদপুষ্ট। এই মানুষটি এত বড় আস্পর্ধা দেখানোর পরও তার পোষ্টটি বহাল তবিয়তেই প্রথম পাতার শোভাকে ম্লান করছে। যমুনার চর একের পর এক মুসলিম সংস্কৃতি ও ইসলাম ধর্মমের অবমাননা মূলক পোষ্ট দিয়ে চলেছে, কিন্তু মডু নির্বিকার। যমুনার চরের ব্লগ ঘুরে এসে মনে হয়েছে এ যেন এক পিয়ালা মধুুুুর পাত্রে এক ফোটা হেমলক। যেমনটি প্রথম আলো করে থাকে। তাহলে কি স্বয় 'বিটি টু মোরো'ই ঐ চক্রটির সাথে জরিত যারা বাংলাদেশে নাস্তিকতার আমদানী করে দেশকে অস্থিতিশীল করে তুলতে চাই!

আর এর পাঠকও যেন অতিমাত্রায় ধর্মনিরপেক্ষ সাজার চেষ্টা করছে!! পাঠকদের প্রতি বিশেষ অনুরোধ, নাস্তিকদের শায়েস্তা করার জন্য আল্লামা শফি (দা.বা) সাহেবের উপর সব কিছু ছেড়ে দেওয়া ইনসাফ হবে না। অনুগ্রহ করে আপনারও যমুনার চর চক্রের বিরুদ্ধে এই ব্লগে সম্মিলিত প্রতিবাদ শুরু করুন। ইনশাল্লাহ আমরা মডুকে যমুনার চর গংয়ের ব্যাপারে কিছু পদক্ষেপ নিতে বাধ্য করতে পারবো।

সম্মাণিত সম্পাদক সাহেবের প্রতি অনুরোধ, কতিপয় মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে দয়া করে আল্লাহর অন্তুষ্টির কারণ হবেন না।

বিষয়: বিবিধ

১২৩১ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

161992
১৩ জানুয়ারি ২০১৪ সকাল ১১:০০
সিটিজি৪বিডি লিখেছেন : সম্মাণিত সম্পাদক সাহেবের প্রতি অনুরোধ, কতিপয় মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে দয়া করে আল্লাহর অন্তুষ্টির কারণ হবেন না।
161993
১৩ জানুয়ারি ২০১৪ সকাল ১১:০৩
সিটিজি৪বিডি লিখেছেন : আশাকরি যারা ইসলামকে কটাক্ত করে যাচ্ছে তাদের বিরুদ্ধে মডু রা ব্যবস্থা নিবেন। এইভাবে চলতে থাকলে আগামীতে ইসলাম প্রিয় ব্লগাররা ব্লগ ছেড়ে দিয়ে অন্যত্র চলে যাবে।
১৩ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫৭
116390
ঈগল লিখেছেন : আলহামদুল্লিল্লাহ, মডু ব্যবস্থা নিয়েছে।
162006
১৩ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৪৫
বিনোদন লিখেছেন : একমত
১৩ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫৮
116391
ঈগল লিখেছেন : জাযাকাল্লাহ
162022
১৩ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:২২
সত্যের বিজয় লিখেছেন : ঐ নাস্তিক যমুনার চর কে ব্লগ থেকে ব্যান করা হোক
১৩ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫৮
116393
ঈগল লিখেছেন : একমত।
162025
১৩ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৫১
আবু আশফাক লিখেছেন : যমুনার চরে একজন ইহুদী বলে আমার ধারণা। এই সময়ে প্রথম পাতায় একটি পোস্ট আছে যেখানে শিরোনাম হলো- ইতিহাসের অন্যতম সিংহ সৈনিক এ্যারিয়াল শ্যারন আর নেই.....................।
১৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১৩
116279
ইমরান ভাই লিখেছেন : যমুনার চরে একজন ইহুদী হউক আর যাই হোক সে ইসলাম বিদ্দেশী এটা ১০০% সঠিক। তাই তাকে ব্যান করা হউক।
১৩ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫৯
116395
ঈগল লিখেছেন : মডুর উচিত তাকে ব্যান করা।
162044
১৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১৩
ইমরান ভাই লিখেছেন : যমুনার চরে একজন ইহুদী হউক আর যাই হোক সে ইসলাম বিদ্দেশী এটা ১০০% সঠিক। তাই তাকে ব্যান করা হউক।
১৩ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫৯
116396
ঈগল লিখেছেন : একমত।
162047
১৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১৮
আল সাঈদ লিখেছেন : কুকুরের কাজ কুকুর করেছে। এসব ফালতু চরের দিকে নজর না দেওয়াই ভাল।
১৩ জানুয়ারি ২০১৪ রাত ০৯:০১
116398
ঈগল লিখেছেন : ভাই আপনার সাথে একমত হতে পারলাম। এই জাতীয় শয়তানকে সুযোগ না দেওয়ার জন্যই তো 'নেহি আনিল মুনকারের' কাজ আল্লাহ তায়ালা আমাদের উপর ফরয করেছেন।
162063
১৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৪
আহমদ মুসা লিখেছেন : সম্মাণিত সম্পাদক সাহেবের প্রতি অনুরোধ, কতিপয় মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে দয়া করে আল্লাহর অন্তুষ্টির কারণ হবেন না।
১৩ জানুয়ারি ২০১৪ রাত ০৯:০৩
116402
ঈগল লিখেছেন : আমি ঠিক বুঝতে পারছি না, যমুনার চর এতদিন কিভাবে এই ব্লগে টিকে আছে।
162175
১৩ জানুয়ারি ২০১৪ রাত ০৯:০৩
ঈগল লিখেছেন : আমি ঠিক বুঝতে পারছি না, যমুনার চর এতদিন কিভাবে এই ব্লগে টিকে আছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File