পুলিশ বাহিনীর দুর্নাম চাই না

লিখেছেন লিখেছেন এম এ এস মানিক ১২ জানুয়ারি, ২০১৩, ০৪:১৫:১০ বিকাল

সারা বিশ্বে পুলিশ বাহিনী একটি সেবাধর্মী প্রতিষ্ঠান এবং দেশের আর্থসামাজিকসহ সব ক্ষেত্রে পুলিশ বাহিনীর গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ পুলিশ বাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে তথা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছে। বাংলাদেশ পুলিশ বাহিনী সম্পর্কে জাতিসংঘ মহাসচিব ও মার্কিন প্রেসিডেন্টসহ বিশ্বের অনেক দেশ প্রশংসা করছে। কিন্তু আমাদের নিজ দেশেই কেন পুলিশ সম্পর্কে মানুষ কটূক্তি করে? এ অবস্থা থেকে উত্তরণের কি আমাদের কোনো উপায় নেই? পুলিশ বাহিনীতে কর্মরত সব সদস্যের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা দায়িত্ব পালনে একটু সচেতন হোন। আপনাদের দুর্নাম আপনাদেরই ঘোচাতে হবে। অনেক সময় রাস্তায় বের হলে দেখা যায়, অনেক পুলিশ সদস্য (পোশাক পরিহিত) এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সময় গাড়িতে ওঠে ভাড়া পরিশোধ করতে চান না। কিন্তু কেন? আপনি যেমন চাকরি করে নিজের এবং পরিবার-পরিজনের ব্যয় নির্বাহ করেন, তেমনি গাড়িচালক গাড়ি চালিয়ে যা আয় করেন, তা দিয়ে তাঁর ব্যয় নির্বাহ করেন। এ ধরনের আরো অনেক ঘটনা আছে এগুলো থেকে আপনারা বেরিয়ে আসুন এবং একটু মানসিকতার পরিবর্তন ঘটান। দেখবেন পুলিশ বাহিনীর যে ঐতিহ্য, যে সম্মান তা আবার ফিরে আসবে।

বিষয়: বিবিধ

১২৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File