শীতার্তদের পাশে দাঁড়ান ।। আর্তের সেবায় এগিয়ে আসুন
লিখেছেন লিখেছেন এম এ এস মানিক ০৯ জানুয়ারি, ২০১৩, ০৭:৩০:২০ সন্ধ্যা
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা দিনাজপুর। তাপমাত্রা ৩.২। বয়োজেষ্ঠ্যরা বলছেন-এরকম ঠান্ডা দেশ স্বাধীনের অনেক আগে হয়েছিল। প্রচন্ডরকম ঠান্ডা। দিনের অধিকাংশ সময় রাস্তাঘাট ছিল ফাঁকা। তামপাত্রা কম হলেও সূর্য্যি মামার দেখাও মিলেছিল। তাপমাত্রা নিম্ন হওয়ায় খেটে খাওয়া অসহায় মানুষ বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের অবস্থা একেবারেই শোচনীয় পর্যায়ে। চাহিদার তুলনায় শীতবস্ত্র যোগানের ব্যবস্থা অপ্রতুল। সরকারী এবং বে-সরকারী সংস্থাগুলো শীতবস্ত্র বিতরণ করলেও তার সুফল ভোগ করেছে মুষ্টিমেয় সুযোগ-সন্ধানীরাই।
আর্ন্তজালিক দুনিয়ায় সম্পর্কযুক্ত প্রিয় নেটিজেন বন্ধুরা,
আপনারা যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন! আপনার অবস্থান যাই হোক না কেন, নিজ নিজ অবস্থান থেকে সাধ ও সাধ্যের মধ্যে সামর্থ অনুযায়ী আপনার আশ-পাশের সহায় সম্বলহীন অসহায় আবাল-বৃদ্ধ-বনিতা শীতার্তদের পাশে দাঁড়ান। আর্ত-মানবতার সেবায় এগিয়ে আসুন।
কবির ভাষায়-
“পরের জন্য করলে কিছু,
নিজের জন্য করা হয়।
আল্লাহ তা’য়ালার তরফ থেকে,
যায় পাওয়া তার বিনিময়।”
বিষয়: বিবিধ
১২৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন