চাঁদের কলঙ্ক মোচনে সাঈদীর মুখ !?
লিখেছেন লিখেছেন এম এ এস মানিক ০৩ মার্চ, ২০১৩, ০৬:৫৭:০৭ সকাল
সবারই একই কথা চাঁদে নাকি সাঈদীর মুখ দেখা যাচ্ছে!?
আজ রাত প্রায় ৪টা থেকেই বিভিন্ন জনের কল আসছে আমার মুঠোফোনে......
কেউ বলছে আমি দেখেছি। কেউ বলছে শত শত লোক রাস্তায় বেরিয়ে পড়েছে? কেউ বলছে আমাকে মসজিদের হুজুর ফোন দিয়েছিল। কেউ বলছে দেশের বাইরে থেকে আমার বড় ভাই ফোন দিয়েছে। সবার কথা একটাই চাঁদে সাঈদীর মুখ দেখা যাচ্ছে !? আমাকে বলছে আর ঘুমিয়ে থাকবেন না একটু বাইরে বের হন, শত শত লোক রাস্তায় বের হয়েছে। আমরাও বের হয়েছি.......
"কান নিয়েছে চিলের" মত আমিও নিজ হাতে কান না ধরে তাদের কথায় আকাশে উড়ন্ত চিলের পিছনে ছুটলাম। উঠে দেখলাম অধের্ক চাঁদ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। ফিরে এসে নেটে বসলাম, কিন্তু ঘেটেঘুটে কিছুই পেলাম না।
তাদের কয়েকজনকে বললাম,.............
এটা কিছুই না। শুধুই অপপ্রচার। যুদ্ধাপরাধীদের নীলনকশা বাস্তবায়নের মহাষড়যন্ত্রের এটা একটা অংশ মাত্র। দয়া করে বিভ্রান্ত হবেন না। চোখ-কান খোলা রেখে সবসময় সজাগ থাকুন। কারো অপপ্রচারে কান দেবেন না।
বিষয়: বিবিধ
২০৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন