যুদ্ধাপরাধীদের বিচার চাই

লিখেছেন লিখেছেন এম এ এস মানিক ০৭ জানুয়ারি, ২০১৩, ০৪:৩৯:২৬ বিকাল

বিচার চাই, বিচার চাই

দাবী মোদের একটাই

যুদ্ধাপরাধীদের বিচার চাই।

সারা দেশে উঠেছে আজ

‘বিচার চাই’-এর গণজোয়ার।

ছাত্র-শিক্ষক, কুলি-মজুর

হয়েছে সবাই এক কাতার।

সেই কাতারে শামিল হতে

আসুন সবাই দেশবাসী

আমার সোনার বাংলা

আমি তোমায় ভালবাসি।

৭১’এর স্মৃতি নিয়ে

সাজি আবার রণ সাজে

বজ্র কণ্ঠে আওয়াজ তুলে

গর্জে উঠি আরেকবার।

সেই আওয়াজের ধ্বনীতে

কাঁপুক বাংলার মাটি

চিরতরে নিঃশেষ হোক

রাজাকারের ঘাঁটি।

ছেলে হারা মা কেঁদে কয়-

যুদ্ধে গিয়ে মানিক আমার

আর ফিরেনি ঘরে,

অভাগী এক মেয়ে ছিল

তাকে নিয়ে যায় ধরে।

সেদিন হতে এই ধরাতে

আমি গেছি একা হয়ে

চল্লিশটি বছর বেঁচে আছি

হাহাকার বুকে নিয়ে।

সারা দেশে আজ উঠেছে দাবী

বিচার, বিচার, বিচার চাই

রাজাকারদের বিচার চাই,

পাকি দোসরদের বিচার চাই,

যুদ্ধাপরাধীদের বিচার চাই।

সেই বিচারের সফলতা দেখে

এই ধরাতেই মরতে চাই।

বিষয়: সাহিত্য

৯৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File